Web bengali.cri.cn   
ন্যাটো'র শীর্ষ সম্মেলনে 'যুদ্ধকালীন সতর্কতামূলক কর্মসূচী' গৃহীত হবে:অ্যান্ডার্স ফগ রাসমুসেন
  2014-09-02 19:00:40  cri
সেপ্টেম্বর ২: ন্যাটো'র আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে 'যুদ্ধকালীন সতর্কতামূলক কর্মসূচী' গৃহীত হবে। যাতে নতুন পরিস্থিতিতে নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে।

ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন গতকাল (সোমবার) ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ন্যাটো বর্তমানে বহু হুমকির সম্মুখীন হচ্ছে। পূর্ব দিকে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। দক্ষিণ দিকে অস্থিতিশীল দেশগুলোতে অধিক থেকে অধিকতরভাবে চরমপন্থী ও বিভিন্ন দলের সংঘর্ষ হচ্ছে।

জানা গেছে, এ কর্মসূচীর মাধ্যমে ন্যাটো বাহিনীর সামর্থ্য আরো উন্নত হবে। কর্মসূচী অনুযায়ী ন্যাটো যেকোনো সময় যেকোনো স্থানে তত্পরতা চালাতে সক্ষম একটি বাহিনী প্রতিষ্ঠা করবে। ন্যাটোর মিত্রদেশগুলো পর্যায়ক্রমে এ বাহিনী প্রতিষ্ঠা করবে এবং এ বাহিনীতে সৈন্য সংখ্যা থাকবে প্রায় এক হাজার।

এছাড়া, ন্যাটো তথ্য ও পূর্বসতর্কতা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণ ও মহড়াও জোরদার করবে।

রাসমুসেন আরো বলেন, ন্যাটোর শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোকে প্রতিরক্ষার ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেনের সঙ্গে সহযোগিতা জোরদার করার তাগিদ জানানো হবে। এছাড়া এ সম্মেলনে ন্যাটো বাহিনীর চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তানে তাদের দায়িত্ব শেষ করার বিষয় নিয়েও আলোচনা করা হবে বলে জানান তিনি। (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040