Web bengali.cri.cn   
এপ্রিল মাসে চীন ও বিশ্বের অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তি জগতের নানা খবর
  2014-04-23 13:46:48  cri

১০ এপ্রিল সকালে ২০১৪ পো আও এশিয়া ফোরাম চীনের হাই নান প্রদেশের পো আওয়ে উদ্বোধন হয়। চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং 'এশিয়ার নতুন ভবিষ্যত যৌথভাবে উন্মোচন করা' শীর্ষক একটি বক্তৃতা দেন। তিনি বলেন "এশিয়ার সমস্যা সমাধান শেষ বিচারে উন্নয়নের ওপর নির্ভর। উন্নয়ন বিশ্বকে পরিবর্তন করে এবং উন্নয়ন ভবিষ্যত সৃষ্টি করে। উন্নয়ন এশিয়ার দেশের প্রধান উদ্দেশ্য।"

লি খে ছিয়াং জোর দিয়ে বলেন চলতি বছর চীন অর্থনীতি প্রবৃদ্ধি হার ৭.৫ শতাংশ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লি খে ছিয়াং অন্য একটি খবর ঘষণা করেন। তিনি বলেন সাংহাই ও হংকং শেয়ার বাজারের মধ্যে পরস্পরসংযুক্ত বাস্তবায়ন হবে এবং এ খবর প্রকাশের একই দিন সাংহাং শেয়ার বাজারে সংশ্লিষ্ট কয়েকটি শেয়ার বৃদ্ধির সীমায় পৌঁছে এবং সাংহাং শেয়ার বাজারের composite indexes গত ৯০ দিনের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করে।

বিশ্লেষক মনে করেন, দুটি শেয়ার বাজারের মধ্যে পরস্পরসংযুক্ত বাস্তবায়নের পর আরও বেশি আনর্তজাতিক তহবিল আকর্ষণ করবে এবং সাংহাই শেয়ার বাজারের স্থিতিশীলতাও সহায়ক।

প্রথম পর্যায়ে প্রতিদিন দুটি শেয়ার বাজারে তহবিল বিনিময়ের পরিমাণ যথাক ক্রমে ১৩ বিলিয়ান ও ১০ বিলিয়ান ৫০০ মিলিয়ান ইউয়ান।

চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন প্রকাশিত নতুন উপাত্ত থেকে জানা গেছে ২০১৪ সালের প্রথম তিন মাস চীনের রাপ্তানি,আমদানি, এবং রাপ্তানি ও আমদানির মোট পরিমাণ সহ হ্রাস পেয়েছে এবং গত বছরের একই সময়ের তুলনায় মোট পরিমাণ ৩.৭ শতাংশ হ্রাস পায় এবং বাণিজ্যিক অনুকুল উদ্ধৃত্ত ৬০.৯ শতাংশ কমে যায়।

চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের মুখপাত্র চেং ইউয়ু সেং বলেন চীনের বৈদেশিক বাণিজ্য যুক্তিসংগত আওতায় থাকে। তিনি বলেন "চলতি বছরের প্রথম তিন মাস চীনের বৈদেশিক বাণিজ্য হ্রাস পায়, বিশেষ করে রপ্তানি বেশি কমে যায়। আমাদের বৈদেশিক বাণিজ্য নিশ্চয়্য কষ্ট সম্মুখীণ হয় তবে আমার মনে চীনের বৈদেশিক বাণিজ্য যুক্তিসংগত আওতায় চলছে।"

অনেক চীনা রপ্তানি ও আমদানি কোম্পানির জন্য চলতি বছরের প্রথম তিন মাস কষ্ট সময়। একটি চীনামাটি কোম্পানির মহাব্যবস্থাপক সাংবাদদাতাকে জানান, বিদেশি চাহিদা কমেছে এবং এর তাদের ব্যবসার ওপর প্রভাব ফেলে। আন্তর্জাতিক অর্থনীত মন্দা হওয়ার উপাদান ছাড়া,রেন মিন পি বিনিময় হার ও নবোত্থিত অর্থনৈতিক সত্তার অর্থনীতি উন্নয়নের প্রবণতা নেতিবাচকসহ নানা কারণে চীনের রপ্তানির ওপর প্রভাব ফেলে।

চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরো ১১ এপ্রিল প্রকাশিক একটি প্রতিবেদন অনুযায়ী,২০১৪ সালের মার্চ মাসে চীনের consumer price index (সি পি আই) সূচক গত মাসের তুলনায় ০.৫ শাতংশ কম এবং গত বছরের একই সময় তুলনায় ২.৪ শতাংশ বেশি। বসন্ত উত্সবের পর আবহাওয়া উষ্ণ হয়ে উঠে বলে ফুল ও সবজির দাম ফেব্রুয়ারি মাসের চেয়ে কমে যায়। খাবার ছাড়া,আবাসন,শিকা,সংস্কৃতি ও বিনোদন পণ্য এবং সেবা ও কাপড়ের দাম সি পি আইর প্রবৃদ্ধির ৩৮.৩ শাতংশ অবদান রাখে।

পেইচিং বসন্তকাল আবাসন প্রদর্শনী ১০ এপ্রিল শুরু হয়েছে। মানুষ এ প্রদর্শনী পেইচিং আবাসন বাজারের বায়ু পাখা বলে ডাকে। প্রথম দিন দশ বাজার হাজার দর্শক এ প্রদর্শনী দেখেছে। জানা গেছে, ৬০০টি প্রকল্প দেখা পাওয়া হয় এবার প্রদর্শনীতে এবং এর মধ্যে রয়েছে ৫০টি পেইচিংয়ের প্রকল্প। অনেক বিখ্যাত আবাসন কোম্পানি এবার প্রদর্শনীতে অংশ নেয়। তবে এ প্রদর্শনীতে দেখার মানুষ অনেক বাড়ি কেনার মানুষ কম। চলতি বছরের প্রথম তিন মাসে পেইচিং নতুন বাড়ি বিক্রির পরিমাণ ১৬৪১৮ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ কম। ব্যবহৃত বাড়ি বিক্রির পরিমাণ ২৩০০০ এবং ২০১৩ সালে শেষ তিন মাসের তুলনায় ৩০ শতাংশ কম। ভোক্তা মনে করে তারা দাম ও অবস্থানসহ নানা বিষয় নিয়ে চিন্তা করবে।

বিশেষ করে, পেইচিং, থিয়ান চিন ও হে পেই একত্রীকরণ ও নতুন শহরায়ন কৌশলের বাস্তবায়ন পেইচিং ভূসম্পত্তি শিল্পকে নতুন সুযোগ এনে নেয়। তবে জমির দাম প্রবৃদ্ধির কারণে চলতি বছর পেইচিংয়ের বাড়ির দাম প্রবৃদ্ধির প্রবণতা পরিবর্তন হবে না।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040