Web bengali.cri.cn   
এপ্রিল মাসে চীন ও বিশ্বের অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তি জগতের নানা খবর
  2014-04-23 13:46:48  cri

(শিশির):চলতি বছরের ৮ এপ্রিল ইন্টারনেটের জন্য গুরুত্বপূর্ণ এবং বিশেষ একদিন কারণে এদিন ইন্টারনেট জগতে দুটি ঘটনা ছিল। মাইক্রোসফট গত ১৩ বছর চালু হওয়া windows xp ব্যবস্থাকে সমর্থন সেবা দিতে বন্ধ করে এবং আরেকটা openssl-এর দুর্বলতা আবিষ্কৃত হয়। openssl-এর দুর্বলতা পরিমাণু বোমার মতো এবং কত ওয়েবসাইটের ওপর প্রভাব ফেলে তা এখনো জানা হয় নি। তবে যে ওয়েবসাইট চীনা মানুষ নিয়মিত ব্যবহার করি যেমন থাওপাও ও চি ফু পাও প্রভাব পেয়েছে। বিদেশে মার্কিন আন্তর্জাতিক বিমান ও মহাকাশ-যান ব্যুরো অর্থাত্ নাসাও ঘষণা করে যে তার ব্যবহারকারী ড্যাটাবেস ফাঁস হয়েছে। তাছাড়া, চীনের চাঁদ রোভার প্রথম বারের মতো প্রকাশ্যে লোকসমক্ষে আবির্ভুত হয়। এখন শুনুন বিস্তারিত খবর।

Openssl, ইন্টারনেট যোগাযোগ নিরাপাত্তা ও ড্যাটা সততা রক্ষার একটি নিরাপত্তা চুক্তি এবং মানুষ তাকে 'ইন্টারনেট বৃহত্তম তালা বলে ডাকে।' ৮ এপ্রিল openssl-এর 'heartbleed' নামে একটি দুর্বলতা আবিষ্কৃত হয় তা মানে হ্যাকার এ দুর্বলতার মাধ্যমে কোন একটি ওয়েবসাইটে ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড পেতে পারে।

চীনে Openssl ব্যবহার করে যে সার্ভার তার সংখ্যা প্রায় ৩০ হাজার। ৭ ও ৮ এপ্রিল দুদিনে প্রায় ১৫ -২০ কোটি ব্যবহারকারী এ সার্ভার গুলোর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তা মানে তাদের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড এক্সপোজের ঝুঁকি সম্মুখীণ হয়।

এ সমস্যা মোকাবিলার জন্য অনেক ইন্টারনেট আর্থিক কোম্পানি ৮ এপ্রিল রাতে প্রতিকার ব্যবস্থা নেয়। যেমন Openssl আপগ্রেড করে বা সার্ভার বন্ধ করে। যদিও প্রতিকার ব্যবস্থা নেয়া হয় তবে ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন। সারা ইন্টারনেট জগতের জন্য এবার ঘটনা অন্য একটি অর্থ আছে। আমরা চিন্তা করা উচিত্ যখন ইন্টারনেট অনিরাপদে পড়ে যায় তখন আমরা কী কী করব? দীর্ঘ সময়ে চীনের ইন্টারনেটের নিরাপত্তা পরিস্থিতি দুর্বল এবং যথেষ্ট মনোযোগ পায় নি এবং আশা করি এবার ঘটনা থেকে আমরা পাঠ ও অভিজ্ঞতা পেতে পারব।

অনেক কোম্পিডটার ব্যবহারকারীর জন্য উইন্ডোজ এক্সপি পরিচিত একটি ব্যবস্থা। ২০০১ সালে আনুষ্ঠানিক প্রকাশিত হয় এ ব্যবস্থা এবং আমাদের সঙ্গে ১৩ বছর কাটায়। ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় ব্যবস্থা ৮ এপ্রিল আসে তার শেষ দিন।

মাইক্রোসফট কোম্পানি ৭ এপ্রিল তার চীনা সরাকরি ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে ৮ এপ্রিল থেকে উইন্ডোজ এক্সপি ব্যবস্থাকে কোন সেবা না দেয়ার খবর ঘষণা করে। কোন সেবা না দেয়া মানে আপগ্রেড বা প্যাচ দেবে না এবং মাইক্রোসফটের এন্টি ভাইরাস সফ্টওয়্যার উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের সেবা প্রদান করে না বলে উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের ঝুঁকি সম্মুখীণ হন।

মাইক্রোসফট আশা করে আরও বেশি ব্যবহারকারী উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ ব্যবস্থা কিনবে এবং এর থেকে মুনাফা পেতে পারবে।

১১তম ছুং ছিং হাই টেক ফেয়ার বা ৭তম আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী ছুং ছিং আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে উদ্বোধন হয়। মনুষ এবার প্রদর্শনীতে প্রথম বারের মতো চীনের চাঁদ রোভার দেখতে পারে। চাঁদ রোভার আকার সাধারণ রোভার গাড়ির অনুরূপে এবং দুজন মানুষ এতে বসতে পারে এবং নিতে পারে নানা সরঞ্জাম।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040