Web bengali.cri.cn   
লা রেনেসা দু ড্রাগন
  2014-04-17 11:00:48  cri

সত্যি, চীনা ও ফরাসীদের মনে ড্রাগনের ভাবমূর্তি এবং অর্থ অনেক ভিন্ন। ফ্রান্সের ড্রাগনের শরীরে ডানা আছে।ফরাসীদের কাছে ড্রাগন এক ধরনের বিপজ্জনক প্রাণী। এই প্রামান্যচিত্রে ফ্রান্সের আলসাস জেলার কিংবদন্তীর এক ধরনের ড্রাগন প্রদর্শিত হয়। রাইন উপত্যকার একটি ড্রাগনের সূর্যের ‌আলোকসম্পাতের কারণে তার ফুটন্ত রক্ত পাহাড়ের নীচে অবস্থিত একটি আঙ্গুর ক্ষেতে পতিত হয়। তারপর সেখানকার আঙ্গুর অত্যন্ত মিষ্টি হয়। এমন ধরনের আঙ্গুর দিয়ে তৈরী মদ আগুনের মতো প্রাণশক্তিতে ভরপুর। এমন ধরনের মদ 'ড্রাগনের রক্ত' বা রেড ওয়াইন বলে পরিচিত।

এ প্রামান্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখার পর স্ট্রাসবার্গ শহরের উপ-মেয়র আবেগের সঙ্গে বলেন,

'এই প্রামান্যচিত্র হলো চীন ও ফ্রান্সের সংস্কৃতির এক তাত্পর্যপূর্ণ বিনিময়। ব্যক্তিগতভাবে বলা যায়, আমি এই প্রামান্যচিত্র খুব পছন্দ করি। প্রামান্যচিত্রে ড্রাগন লণ্ঠন তৈরীর প্রক্রিয়া এবং জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী ড্রাগন নাচ আমার মনে গভীর ছাপ ফেলেছে।

তা ছাড়া, ফ্রান্সের ড্রাগনের পরিচয়ের সময় আলসা জেলার বড় দিন এবং আঙ্গুরের যত্ন নেয়ার ঐতিহ্যসহ অনেক বিষয় তুলে ধরা হয়। বিশ্বাস করি, এই প্রামান্যচিত্র দু'টি দেশের জনগণের ব্যবধান কমিয়ে আনতে এবং দু'দেশের সংস্কৃতির পারস্পরিক সমঝোতা বাড়াতে সক্ষম।'

জানা গেছে, 'লা রেনেসা দু ড্রাগন' নামের প্রামান্যচিত্র এপ্রিল মাসে চীন ও ফ্রান্সের টেলিভিশন কেন্দ্রে প্রচারিত হবে।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040