Web bengali.cri.cn   
লা রেনেসা দু ড্রাগন
  2014-04-17 11:00:48  cri

প্রিয় শ্রোতা, ২৮ মার্চ 'la renaissance du dragon 'লা রেনেসা দু ড্রাগন' নামে চীন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে নির্মিত একটি প্রামান্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার ফ্রান্সের Strasbourg স্ট্রাসবার্গে অনুষ্ঠিত হয়। এ প্রামান্যচিত্রে ফ্রান্সের একটি ড্রাগনের সঙ্গে চীনের একটি ড্রাগনের দেখা হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। আজকের অনুষ্ঠানে এ প্রামান্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার সম্পর্কে একটি প্রতিবেদন শুনুন।

২৮ মার্চ রাতে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের স্ট্রাসবার্গ শহরের কেন্দ্রে অবস্থিত বিখ্যাত Mozart celebration hall 'মোজার্ট সেলিব্রেশন হলে' জাঁকজমকপূর্ণভাবে 'la renaissance du dragon 'লা রেনেসা দু ড্রাগন' প্রামান্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এটি হলো চীনের নানচিং শহর এবং ফ্রান্সের স্ট্রাসবার্গের যৌথ উদ্যোগে নির্মিত একটি প্রামান্যচিত্র। এ ধরনের সহযোগিতার প্রেক্ষাপট এবং তাত্পর্য প্রসঙ্গে ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশগ্রহণকারী নানচিং শহরের ভাইস মেয়র মি: হু ওয়ান চিন তাঁর ভাষণে বলেন,

'নানচিং এবং স্ট্রাসবার্গের মধ্যে ২০০৮ সালে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের পর থেকে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক ফলপ্রসূ বিনিময় ও সহযোগিতা চালু হয়েছে। 'la renaissance du dragon 'লা রেনেসা দু ড্রাগন' নামের প্রামান্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো দু'দেশের একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা। শুধু তাই নয়, এটি চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষ্য বিনিময়ের একটি সাফল্যও। 'la renaissance du dragon 'লা রেনেসা দু ড্রাগন' নামের প্রামান্যচিত্রে দু'টি ড্রাগনের গল্পের মাধ্যমে স্ট্রাসবার্গ ও নানচিংকে সংযুক্ত করা হয়। আমরা আশা করি, প্রামান্যচিত্রের এমন একটি উষ্ণ ও মুগ্ধকর গল্পের মাধ্যমে আমাদের দু'দেশ এবং দু'শহরের মৈত্রী প্রকাশ করতে চাই।'

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040