Web bengali.cri.cn   
চলচ্চিত্র উত্সব-চলচ্চিত্র পরিচয়
  2012-08-31 15:29:19  cri

৩. লস্ট অন জার্নি

লস্ট অন জার্নি একটি হাস্যরসাত্মক চলচ্চিত্র। এর কাহিনী তৈরি হয়েছে নববর্ষ উদযাপনে নিজ বাড়ির উদ্দেশে গমনকারী একজন চীনার যাত্রাপথে ঘটা মজার মজার ঘটনা নিয়ে। চলচ্চিত্রে দেখা যায়, একটি খেলনা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা লি ছাংগুং পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপনে বাড়ি উদ্দেশে যাত্রা করেন কিন্তু পথে একজন অচেনা ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর থেকে তার যাত্রাপথে নানা রকমের উদ্ভট ঘটনা ঘটতে থাকে।

1 2 3 4 5 6 7 8 9
মন্তব্য
মন্তব্য
লিঙ্ক