Web bengali.cri.cn   
চলচ্চিত্র উত্সব-চলচ্চিত্র পরিচয়
  2012-08-31 15:29:19  cri

২. বডিগার্ড অ্যান্ড অ্যাসাসিনস

এ চলচ্চিত্রটি তৈরি হয়েছে ছিং রাজবংশের শাসন অবসানের জন্য প্রচেষ্টাকারী একজন বীরকে হত্যার চেষ্টা নিয়ে। ঐতিহাসিক এ চলচ্চিত্রের প্রধান চরিত্র সান ওয়েন এবং এর ঘটনাকাল ১৯০৫ সাল। দুর্নীতিতে নিমজ্জিত ছিং রাজবংশকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সান ওয়েন হংকং যান থংমেংহুই সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করতে। কিন্তু সম্রাজ্ঞী দাওজার ছিসি একদল গুপ্তঘাতক পাঠান তাকে হত্যা করার জন্য। এ দলের নেতৃত্ব দেন ইয়ান সিয়াওগুও।

ছবিটি হংকং চলচ্চিত্র উত্সবে সেরা ছবি এবং সেরা পরিচালকের পুরস্কার অর্জন করে।

1 2 3 4 5 6 7 8 9
মন্তব্য
মন্তব্য
লিঙ্ক