Web bengali.cri.cn   
সার্ক চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট কোসালা উয়িকরামানায়াকের সঙ্গে ব্যবসা-আড্ডা
  2013-07-15 17:43:11  cri


সার্ক চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট শ্রীলঙ্কার ব্যবসায়ী কোসালা উয়িকরামানায়াক সিআরআইয়ের সংবাদদাতাকে সাক্ষাত্কার দিচ্ছেন

ব্যবসা-আড্ডা সার্ক চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট শ্রীলঙ্কার ব্যবসায়ী কোসালা উয়িকরামানায়াকের সঙ্গে। তিনি জানিয়েছেন এ আঞ্চলিক বণিক সমিতি প্রতিষ্ঠা সম্পর্কে, আলোকপাত করেছেন বর্তমানে দক্ষিণ এশিয়ার আন্ত-আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ এবং এর ভবিষ্যতের ওপর। আন্ত-আঞ্চলিক বাণিজ্য প্রসারে সরকারগুলোর করণীয় সম্পর্কেও কথা বলেছেন তিনি।

মন্তব্য
লিঙ্ক