Monday Apr 7th   2025 
Web bengali.cri.cn   
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্টের দেয়া সাক্ষাত্কার
  2013-04-01 16:17:07  cri

মোঃ হেলাল উদ্দিন

 'ব্যবসা আড্ডা' বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ভাইস-প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিনের সঙ্গে। তিনি কথা বলেছেন ব্যবসায়ী নেতা হিসেবে তাঁর সংগ্রাম সম্পর্কে, আলোকপাত করেছেন বাংলাদেশের ব্যবসা পরিবেশ এবং ব্যবসায়ীদের 'জাদুকরী' দক্ষতার ওপর, শুনিয়েছেন তাঁর ভবিষ্যত স্বপ্নের কথা এবং পথ দেখিয়েছেন নবীন ব্যবসায়ীদের - কীভাবে তারা নানা সমস্যা-চ্যালেঞ্জ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারেন। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক