Web bengali.cri.cn   
পাই খাই ইউয়অন ও ড: পুনদারিক মুখোপাধ্যায়ের আলাপচারিতা
  2012-12-25 18:58:47  cri

  অস্ট্রেলিয়ার ম্যাকোয়েরিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক ডঃ পুনদারিক মুখোপাধ্যায় বিদেশে থাকলেও, সিআরআইয়ের বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক এবং অনুবাদক পাই খাই ইউয়ানের নাম শুনেছেন। সম্প্রতি তিনি চীন সফর করেন এবং চীনে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে-গবেষণা হচ্ছে তা সম্পর্কে বিস্তারিত জানতে সিআরআই-এ এসে পাই খাই ইউয়ানের সঙ্গে দেখা করেন। এই দুই পণ্ডিত ব্যক্তির আলপচারিতায় উঠে এসেছে রবীন্দ্র সাহিত্য চর্চা নিয়ে অনেক জানা-অজানা তথ্য।

বন্ধুরা, আজকের খোলামেলা আসরে আপনারা শুনবেন মি: পাই খাই ইউয়ান এবং ড: পুনদারিক মুখোপাধ্যায়ের আলাপচারিতা। (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক