Web bengali.cri.cn   
ভারতীয় চীনাতত্ত্ববিদ অভিজিত ব্যানার্জির সাক্ষাত্কার
  2012-11-30 15:12:10  cri
 সম্প্রতি ভারতের বিশ্বভারতীর চীনা ভবনের সহকারী অধ্যাপক ডা: অভিজিত ব্যানার্জি পেইচিংয়ে এসে 'তৃতীয় বিশ্ব চীনা ভাষা সম্মেলনে' চীনাতত্ত্ববিদ হিসেবে চীনা ভাষায় বক্তৃতা করেন। সফরকালে তিনি চীন আন্তর্জাতিক বেতারে এসে আমাদেরকে একটি বিশেষ সাক্ষাত্কারও দিয়েছেন। সাক্ষাত্কারে তিনি তাঁর চীনা ভাষা চর্চা, চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখন শুনুন সে-সাক্ষাত্কারের রেকর্ডিং। (ইয়ু)
মন্তব্য
লিঙ্ক