Web bengali.cri.cn   
ব্রিজেট জোন্সের ডায়েরি
  2014-01-16 13:22:33  cri

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হলো 'killin'kind' নামে ছবির একটি গান।

জীবনে একটু সৌভাগ্যের বিষয় হলো: দু'জন সেরা বন্ধু সবসময় তাঁর পাশে থাকলেন। যখন মাঝেমাঝে তাঁর মন খারাপ হতো, তখন সেরা বন্ধুরা তাঁকে সমবেদনা জানাতো। এক কথায় বলা যায়, জোন্সের জীবন ছিল সবসময়ই ঝামেলাপূর্ণ ও একঘেঁয়ে।

নতুন বছরের প্রথম দিনে জোন্স এক ধরনের নতুন জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি ডায়েরি লিখতে শুরু করলেন। জীবনের নানা দিকের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করলেন এবং পরিবর্তনের বয়ে আনা আনন্দ বোধ করলেন।

আস্তে আস্তে জোন্সের ডায়েরি একটি সবচেয়ে উদীয়মান, রোমান্টিক ও অত্যুত্সাহী বইতে পরিণত হয়। ডায়েরির বিষয়বস্তু তাঁর চাকরি, আশেপাশের বন্ধু, শরীর চর্চা, খাবার ও পুরুষের সঙ্গে সম্পর্কিত।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছে তা হলো 'it's only a diary' নামে এ ছবির একটি গান।

জোন্সের জীবনে ডায়েরি লেখার সঙ্গে সঙ্গে নতুন অধ্যায়ের শুরু হয়। দু'জন পুরুষ তাঁর সঙ্গে প্রেমের করতে চান। একজন হলেন তাঁর সহকর্মী Daniel cleaver দ্যানিয়াল ক্লেভার, তিনি উপন্যাসের চরিত্রের মতো পারফেক্ট। অন্য একজন হলেন mark darcy মার্ক ডার্সি। তাঁর অনেক ছোটখাটো Sত্রুটি আছে, তবে তিনি একজন আন্তরিক মানুষ।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক