Web bengali.cri.cn   
ব্রিজেট জোন্সের ডায়েরি
  2014-01-16 13:22:33  cri

এবারে ফিরে যাবো আজকের মূল অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমি 'bridget jones's diary ব্রিজেট জোন্সের ডায়েরি'বৃটেনের একটি চলচ্চিত্রের সাথে শ্রোতাদের পরিচয় করিয়ে দেবো।

'ব্রিজেট জোন্সের ডায়েরি' শিরোনামে চলচ্চিত্রটি একই নামের একটি উপন্যাসের অবলম্বনে রিমেক করা হয়। উপন্যাসে ডায়েরি লেখার পদ্ধতিতে লন্ডনের একজন ৩০ বছরেরও বেশি বয়সী একা কর্মজীবন নারী, অর্থাত্ ব্রিজেট জোন্সের বছরব্যাপী জীবন বর্ণনা করা হয়। ডায়েরিতে লেখক ব্রিজেট জোন্সের পক্ষ থেকে রসাত্মকভাবে তাঁর পেশা জীবন, অভ্যাস এবং বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক প্রকাশ করেন।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হলো ব্রিজেট জোন্সের ডায়েরি' শিরোনামে ছবির একটি গান। গানের নাম হলো 'out of reach'।

৩২ বছর বয়সী ব্রিজেট জোন্স একজন নারী। তিনি লন্ডনের পশ্চিমাঞ্চলে বসবাস করলেন। তিনি টিভি কোম্পানির গবেষক হিসেবে কাজ করলেন। তাঁর কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিলো না। ছোট একটা ইচ্ছা ছিলো তাঁর, কিছু ওজন কমানো এবং একটি সত্যিকারের ভালোবাসা পাওয়া। তবে তাঁর এই ছোট ইচ্ছা যেন অনেকটা দূর দিগন্তকে হাত দিয়ে ধরার মতো। জোন্সের ভালোবাসা ছিল সবসময়ই সংকটপূর্ণ। ছেলেবন্ধু একের পর এক পরিবর্তিত ছিলো। তাঁর সঙ্গে সঙ্গতিপূর্ণ সেই পুরুষকে খুঁজে পেলেন না।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক