Web bengali.cri.cn   
লিমার পেইচিং ভ্রমণ
  2013-11-14 19:53:58  cri

লাচ খাওয়ার পর আমরা চীনের প্রতীক জায়গা মহা প্রাচীরে গিয়েছিলাম। চীনে একটি কথা রয়েছে যে, যদি আপনি মহা প্রাচীরে যান নি, তাহলে আপনি চীনে এসেন নি।'বিশ্বের সাতটি বিম্সয়ের অত্যতম' আখ্যয়িত মহা প্রাচীর হচ্ছে বিশ্বের এমন একটি প্রাচীন কালের সামরিক প্রতিরক্ষা প্রকল্প যার নিমার্নের ইতিহাস সবচেয়ে দীর্ঘ এবং আকার সবচেয়ে বিরাট। এই সুমহান প্রাচীর চীনের ভূখনন্ডে ৭ হাজার কিলোমিটারেরও বেশী বিস্তীর্ণ হয়। ১৯৮৭ সালে মহা প্রাচীর বিশ্ব উত্তরাধিকারের তালিকায় অন্তভুর্ক্ত। মহা প্রাচীরেরনিমার্ন কাজ খৃষ্টপূর্ব নবম শতাব্দী থেকে শুরু হয়। তখন মধ্য চীনের প্রশাসন উত্তরাঞ্চলের জাতির আক্রমন প্রতিরোধ করার জন্যে দেওয়াল দিয়ে সীমান্তে নিমির্ত প্রহরা টাওয়াগুলোকেঘেরাও করে। দু' হাজারাধিক বছর ধরে চীনের বিভিন্ন সময়পূর্বের প্রশাসন ভিন্ন মাত্রায় মহা প্রাচীর নিমার্ন করে। বিভিন্ন রাজবংশ আমলে নিমির্ত প্রাচীর এক সঙ্গে সংযুক্ত হলে মোট দৈর্ঘ্য ৫০ হাজার কিলোমিটারেও বেশী হতে পারে।তার মানে এই দৈর্ঘ্য পৃথিবীকে এক রাউন্ড ঘেরতে পারে। এখন মহা প্রাচীর বলতেসাধারণত মিন রাজবংশ আমলে ( ১৩৬৮-১৬৪৪) নিমির্ত মহা প্রাচীর বুঝায়। পেইচিংয়ে মহা প্রাচীরের কয়েক অংশ রয়েছে। যে অংশ আমরা গিয়েছিলাম, তার নাম হল মুথিয়ানইউ। মুথিয়ানইউ অংশ হল মহাপ্রাচীরের সবচেয়ে সুন্দর একটি অংশ এবং বিশেষ করে শরত্কালে আরো বেশি সুন্দর। মুথিয়ানইউ'র দৃশ্য লিমা এবং অন্যন্য শ্রোতা প্রতিনিধিদেরকে অনেক আকর্ষণ করে। কিন্তু মহাপ্রচীরে পাহাড়ে অবস্থিত। সেজন্য মহাপ্রাচীরে উঠা সহজ নয়। লিমা বলেছেন,

(মহাপ্রাচীর১)

মহাপ্রাচীরের উপরে দেখা যায় সকল পাহাড়। পেইচিংয়ের শরত্কালে গাছের পাতা হলুদ বা লাল রংয়ে পরিণত হয়। মহাপ্রাচীরের দৃশ্যও অন্য কালের অনেক ব্যবধান রয়েছে। লিমা অনেক ভাগ্যবান এ দৃশ্য দেখতে পারেন। তিনি বলেছেন,

(মহাপ্রাচীর ২)

যদিও লিমার অনেক ক্লান্ত লাগে, তবুও তাঁর মহাপ্রাচীরের সর্বোচ্চ স্থানে উঠার আগ্রহ রয়েছে। আমরা অব্যাহতভাবে উঠেছিলাম। তিনি বলেছেন,

(মহাপ্রাচীর৩)

চমত্কার তৃতীয় দিন শেষ হয়। চতুর্থ দিনে আমরা পেইচিংয়ের বৃহত্তম লামা মুন্দিরে গিয়েছিলাম। মুন্দিরের নাম হল ইয়ং হোকং। সেখানে লিমা চীনা মানুষ কিভাবে বুদ্ধি শ্রদ্ধা করেন।

(লামা মুন্দির১,২,৩)

বিকালে আমরা পেইচিংয়ের ৭৯৮নামের একটি আধুনিক শিল্প কেন্দ্রে গিয়েছিলাম। তিনি আগের কয়েক দিনে চীনের প্রাচীন, ঐতিহ্যিক শিল্প, স্থাপত্য দেখেছেন। কিন্তু ৭৯৮ শিল্প কেন্দ্রেও চীনের আধুনিক শিল্প তাঁকেও আকর্ষণ করেছে।

(৭৯৮)

এ পর্যন্ত লিমার পেইচিং ভ্রমন শেষ হয়। কিন্তু চীন এবং চীনা মানুষ তাঁর গভীর অনুভুতি রয়েছে। তিনি চীন এবং চীনা মানুষকে ভাল বাসেন। তিনি বলেছেন,

(থিয়াথান১)

পঞ্চম দিনে লিমা পুরস্কার প্রদান অনুষ্ঠান অর্থাত্ একটি আলোচনা সভায় অংশ নেন। তিনি এক ভাষণে তাঁর ক্লাবের পরিচয় করিয়ে দিয়েছেন ও ভবিষ্যতে আমাদের অনুষ্ঠান প্রচারের কর্মসূচী ব্যক্ত করেছেন এবং আমাদেরকে মতামত দিয়েছেন। আমাদের চীন আন্তর্জাতিক বেতারের একজন উপ পরিচালক তাঁর ভাষণের বেশি প্রশংসা করেছেন এবং লিমাকে আবার চীনে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

আমি বিশ্বাস করি, লিমার মত আরো বেশি শ্রোতা রয়েছেন। আপনারা আমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর গল্পও রয়েছে। আপনারা যদিও চীনে এসেন নি, তবুও আমাদের ঘনিষ্ট বন্ধু। আমি আশা করি, আপনারা ভবিষ্যতেও আমাদের প্রতি প্রতিযোগিতায় অংশ নেবেন, চীনে আসার সুযোগ পাওয়ার সম্ভাবনা হবে অবশ্যই।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

লিমার আরো বেশি ছবি দেখতে চান, এখানে ক্লিক করুন


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক