Web bengali.cri.cn   
কুয়াং চৌয়ে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিক আলি ও তার মেয়েবন্ধু মারিয়ার ভালবাসার গল্প
  2013-09-11 16:11:55  cri

মারিয়ার মনে করেন, আলি একজন রোমান্টিক মানুষ এবং সবসময় তার যত্ন নেন। মারিয়া বলেন: "ব্যস্ততা না থাকলে আলি প্রতিদিন আমার অফিস ভবনের সামনে আমার জন্য অপেক্ষা করে এবং আমার কাজ শেষ হওয়ার পর আমাকে খাবার খাওয়ায়। বৃষ্টি হলে আমাকে ছাতা দেয় এবং খিদে পেলে আমাকে খাবার দেওয়ার জন্য আমার কাছে আসে।"

আলি একজন মুসলমান এবং তার প্রভাবে মারিয়াও এখন একজন ইসলাম ধর্মাবলম্বী। মারিয়া ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছেন। তবে ইসলাম ধর্মের নিয়মনীতি মেনে নেওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে তার পরিবার ও বন্ধুরাও তাকে সহায়তা করেন।

সাংবাদিক হিসেবে হিসেবে আলি চীনের অনেক জায়গায় বেড়াতে যান এবং পেইচিং, শাংহাই ও সেনচেনসহ বড় নগরে তিনি বার বার গিয়েছেন। তবে তার প্রিয় শহর সবসময় কুয়াং চৌ। আলি বলেন: "কুয়াং চৌয়ে আমি বোধ করি না যে আমি একজন বিদেশি। জন্মস্থানের মতো সবসময় আরব মানুষ ও রেঁস্তোরা দেখতে পাই।"

আলি জানান, তিনি চিরকালে চীনে থাকার পরিকল্পনা করেছেন এবং চীনা মানুষের মতো এখানে জীবনযাপন করবেন। তিনি বলেন: "চীনা মানুষ ভালো ও বন্ধুত্বপূর্ণ। তারা বিদেশিদের সম্মান করে। রাস্তায় আমি দেখি প্রতিটি মানুষের মুখে মৃদু হাসি। আমার অনেক চীনা বন্ধু আছেন এবং তাদের সঙ্গে বন্ধুত্বের ওপর গুরুত্ব দেই আমি।"

আলির পরিকল্পনা তিনি ভবিষ্যতে একটি প্রভাবশালী আরবি তথ্যমাধ্যম গড়ে তুলবেন এবং চীন ও আরবের মৈত্রী বাড়ানোর জন্য আবদান রাখবেন। মারিয়াও বলেন, তিনি সবসময় আলিকে সমর্থন করবেন এবং তার কাছে থাকবেন।

আমরা আশা করি আলি ও মারিয়া দুজন সবসময় সুখি ও ভাল থাকবেন।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক