Web bengali.cri.cn   
এ মাসেই রুপালি পর্দায় নির্মলেন্দু গুণ
  2013-09-03 11:17:13  cri

সেপ্টেম্বর ৩: যায়যায়দিন মঙ্গলবার প্রকাশিত সংবাদসূত্রে জানানো হয়েছে যে, খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'নেকাব্বরের মহাপ্রয়াণ' ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। অনুদানে নির্মিত এ ছবিটি ইতোমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেয়েছে। দু'তিনদিনের মধ্যে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।

এ প্রসঙ্গে ছবির পরিচালক মাসুদ পথিক বলেন, 'অনুদানে নির্মিত ছবিগুলো তথ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেলে সেন্সরে আর আটকিয়ে রাখে না। তাই সেন্সরে জমা দেয়ার অল্প কিছুদিনের মধ্যেই ছাড়পত্র পেয়ে যাব। ছবিটি অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।'

'নেকাব্বরের মহাপ্রয়াণ'র মূল ভূমিকায় অভিনয় করেছেন নির্মলেন্দু গুণ নিজেই। বাস্তব জীবনের মতো এ ছবিতেও তাকে একজন কবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। ছবিটি মুক্তিযুদ্ধকেন্দ্রিক প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে। এতে কৃষক আন্দোলন, মুক্তিকামী জনতার উচ্ছ্বাস, শহুরে রাজনীতি ও ২৫ মার্চের ঘটনায়ও তুলে ধরা হয়েছে। এছাড়া সর্বপ্রাণবাদী মন ও নিসর্গপ্রেমের চিত্রও বিশেষভাবে ফুটে উঠেছে। গুণ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন_ মামুনুর রশিদ, প্রবীর মিত্র, সিমলা, অসীম সাহা, রানী সরকার, সোহেল বয়াতি ও পথশিশু দল। এর সঙ্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ, মুশফিক লিটু, বেলাল খান প্রমুখ। গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, প্রিয়াংকা গোপ ও বেলাল খান। গীত রচনায় রয়েছেন_ নির্মলেন্দু গুণ, অসীম সাহা, মাসুদ পথিক, সাইম রানা প্রমুখ।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, 'আমরা যথাযথভাবে ছবিটির যাবতীয় কাজ সম্পন্ন করতে পেরেছি। আশা করি, দর্শকরাও মুগ্ধ হবেন।' (লিপন)

মন্তব্য
লিঙ্ক