Web bengali.cri.cn   
বাংলাদেশে নির্বাচনকালীন সরকার কোনো নীতিগত সিন্ধান্ত গ্রহণ করবে না
  2013-09-03 11:11:38  cri
সেপ্টেম্বর ৩: বাংলানিউজটোয়েন্টিফোর.কম মঙ্গলবার প্রকাশিত খবরে জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী জাতীয় নির্বাচনকালীন সরকার কোনো গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেবে না। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেনের সাংবাদিকদের কাছে দেয়া এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রায় ৪ ঘণ্টাব্যাপী সচিব সভায় সচিবদের সঙ্গে দেয়া এক বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সংসদ বহাল থাকবে। তবে এ সময়ে কোনো অধিবেশন অনুষ্ঠিত হবে না। এ সময় মন্ত্রিপরিষদ থাকবে, তবে এ পরিষদ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না।

বিবৃতিতে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারের মেয়াদ আছে। এর আগের ৯০ দিন সংসদ থাকলেও এই সময় সংসদ অধিবেশন বসবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের চার বছর আট মাসে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সরকার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে সচিবদের দিক-নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুতগতিতে শেষ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় ব্যবস্থা কার্যকর করতেও সচিবদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

আইন বাস্তবায়নে পর্যবেক্ষণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী সচিবদের বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব দিতে হবে। (লিপন)

মন্তব্য
লিঙ্ক