সেপ্টেম্বর ৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মঙ্গলবার সকালে মধ্য এশিয়া সফরের উদ্দেশে পেইচিং ত্যাগ করেছেন। তিনি প্রথমে তুর্কমেনিস্তানে রাষ্ট্রীয় সফর করবেন, তারপর রাশিয়ার সেন্ট পিটারসবার্গে অনুষ্ঠেয় জি-২০ এর অষ্টম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এরপর তিনি কাজাখস্তান, উজবেকিস্তান আর কিরগিজস্তান রাষ্ট্রীয় সফর করবেন এবং সবশেষে তিনি কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠেয় শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষনেতা পরিষদের ১৩তম অধিবেশনে অংশ নেবেন।
এটা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের তৃতীয় বিদেশ সফর। এ সময়ে প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে থাকছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির নীতি গবেষণা কার্যালয়ের পরিচালক ওয়াং হু নিং, উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক লি চান শু, রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি আর চীনা গণব্যাংকের গভর্ণর চৌ সিয়াও ছুন প্রমুখ । (ইয়ু/লিপন)
| ||||