Web bengali.cri.cn   
আগামী মাসে মধ্য এশিয়ার ৪ দেশ সফর করবেন চীনা প্রেসিডেন্ট
  2013-08-26 18:46:30  cri

আগস্ট ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৩ থেকে ১৩ সেপ্টেম্বর মধ্য এশিয়ার ৪টি দেশ – তুর্কমেনিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তানে রাষ্ট্রীয় সফর করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং সোমবার একথা জানান।

সিন হুয়া বার্তা সংস্থা জানায়, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাংগুলি বারদিমুহামেদোউ, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভ এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের আমন্ত্রণে তিনি এ সফরে যাবেন।

এর আগে সি চিন পিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ৫ ও ৬ সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ নেতাদের অষ্টম সম্মেলনে অংশ নেবেন। (ওয়াং হাইমান/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক