Web bengali.cri.cn   
ফিদে মাস্টার খেতাব পেলেন বাংলাদেশের সাইফ উদ্দীন লাভলু
  2013-08-20 17:11:46  cri
আগস্ট ২০: বিশ্ব দাবা ফেডারেশনের কাছ থেকে 'ফিদে মাস্টার' খেতাব পেয়েছেন বাংলাদেশের দাবারু সাইফ উদ্দীন লাভলু। তার রেটিং ২৩১৫। তিনি হচ্ছেন দেশের চৌদ্দতম ফিদে মাস্টার।

১৯৯৫ ও ১৯৯৬ সালে পরপর দু'বছর জাতীয় দাবায় তৃতীয় স্থান অধিকারকারী লাভলু, ১৯৯৬ ও ২০০০ সালে বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্ব দলগত দাবা প্রতিযোগিতায় ঢাকা দলের অধিনায়কত্বও করেন তিনি।

লাভলু বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির একজন সদস্যও। (আলিম)

মন্তব্য
লিঙ্ক