Web bengali.cri.cn   
চীন-ব্রিটেন বিনিয়োগ ও অর্থ সহযোগিতা জোরদার হবে
  2013-08-05 16:43:36  cri

চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের সাথে সাথে দেশটির বৈদেশিক বিনিয়োগের পরিমাণও অনবরত বেড়ে চলেছে। একটি পরিপক্ক বিনিয়োগ-গন্তব্য হিসেবে ব্রিটেন অধিক থেকে অধিকতর চীনা শিল্পপ্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করছে। বিনিয়োগ ও অর্থ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরো জোরদার হয়েছে।

লন্ডনের অর্থনগর নীতি আর সম্পদ কমিটির চেয়ারম্যান মার্ক বোলইট

চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো যাতে ভালোভাবে ব্রিটেনে প্রবেশ করতে পারে সে উদ্দেশ্যে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আর ব্রিটেনের সংশ্লিষ্ট বিভাগ 'ব্রিটেনে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ-সম্পর্কিত নির্দেশিকা' প্রকাশ করতে যাচ্ছে। লন্ডনের অর্থনগর নীতি আর সম্পদ কমিটির চেয়ারম্যান মার্ক বোলইট বলেন, "আমি চীন সফরকালে আনন্দের সাথে জানতে পেরেছি যে, চীনের সরকারি কর্মকর্তারা ব্যবস্থার সংস্কার করছেন, সীমান্ত অতিক্রমকারী ব্যবসার উন্নয়ন করছেন এবং অনবরতভাবে চীনের অর্থ বাজার বিকশিত করছেন। এ সব ব্যবস্থা অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগের জন্য উত্সাহ যোগাবে।"

বোলইট বলেন, লন্ডন অর্থনগর আর চীন ও চীনের অর্থ মহলের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক আছে। তারা নানা ক্ষেত্রে এ সম্পর্ক জোরদার করতে চায়। তিনি বলেন, "আমাদের প্রধান কর্মক্ষেত্র হচ্ছে লন্ডনকে রেনমিনপি ব্যবসার কেন্দ্রে পরিণত করা, ব্রিটেনে চীনের বিনিয়োগকে উত্সাহ দেওয়া, চীনের অর্থ বাজারের উন্নয়নকে সমর্থন করা ইত্যাদি। এ সব ব্যবসা চীন আর ব্রিটেনের দ্বিপাক্ষিক বাণিজ্য আর বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ বয়ে আনবে।"

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের বৈদেশিক অর্থনীতি গবেষণালয়ের উপপ্রধান উ চিয়ান শেং

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের বৈদেশিক অর্থনীতি গবেষণালয়ের উপপ্রধান উ চিয়ান শেং 'ব্রিটেনে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ-সম্পর্কিত নির্দেশিকা' সম্পাদনার দায়িত্ব নেন। তিনি মনে করেন, চীন ও ব্রিটেনের অর্থনীতির নিজ নিজ প্রাধান্য আছে। দু'দেশের সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনা অনেক বিস্তীর্ণ।

তিনি বলেন, "নকশা গবেষণা, ব্র্যান্ড ব্যবস্থাপনা, বাজার, আর্থিক সেবা আর পরামর্শ ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে ব্রিটেনের স্পষ্ট প্রাধান্য আছে। চীনের আধুনিকায়নে এসবের প্রয়োজন। চীনে বিশাল বাজার আছে, অপেক্ষাকৃত সমৃদ্ধ সম্পদ রয়েছে, নানা পর্যায়ের মানবসম্পদ আছে। শিল্পায়ন আর নগরায়নের গভীর উন্নয়ন আর অর্থনৈতিক কাঠামোর রূপান্তর হওয়ার মাধ্যমে বাজারের সম্ভাবনা আরো বাড়বে এবং দু'দেশের জন্য আরো বেশি সহযোগিতার সুযোগ বয়ে আনবে।"

উ চিয়ান শেং উল্লেখ করেন, চীন ও ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ধাপে ধাপে গভীর হওয়ার সাথে সাথে ইউরোপীয় বাজার চীনের শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। তবে নিজের পরিপক্ক ব্যবসা পরিবেশকে কাজে লাগিয়ে ব্রিটেন ইউরোপে মধ্যে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো আকর্ষণের প্রথম স্থানে পরিণত হয়েছে। জানা গেছে, 'ব্রিটেনে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ-সম্পর্কিত নির্দেশিকা' ২০১৪ সালের প্রথম দিকে প্রকাশিত হবে। (ইয়ু/এসআর)

মন্তব্য
লিঙ্ক