Web bengali.cri.cn   
পঞ্চম চীন-যুক্তরাষ্ট্র কৌশলগত ও অর্থনৈতিক সংলাপ
  2013-07-15 17:25:33  cri


দু'দিনব্যাপী পঞ্চম দফা চীন-যুক্তরাষ্ট্র কৌশলগত ও অর্থনৈতিক সংলাপ ১০ জুলাই থেকে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। জুন মাসের প্রথম দিকে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতাদের বৈঠকের পর এটি হচ্ছে দু'দেশের মধ্যে আরেক বার গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন পর্যায়ের যোগাযোগ।

চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং ও রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি চীনের শীর্ষনেতার বিশেষ প্রতিনিধি হিসেবে যথাক্রমে অর্থনৈতিক সংলাপ আর কৌশলগত সংলাপে নেতৃত্ব দেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ প্রতিনিধি হিসেবে সংলাপে অংশ নেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আর অর্থমন্ত্রী জ্যকোব লু। সংলাপ চলাকালে দু'পক্ষ আননেবার্গ স্টেটে দু'দেশের শীর্ষনেতাদের বৈঠকের সিদ্ধান্ত কার্যকর করার বিষয় নিয়ে বিশদভাবে মত বিনিময় করে। কৌশলগত সংলাপের কাঠামোতে দু'পক্ষ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন ধরনের বৃহত্ দেশের সম্পর্ক প্রতিষ্ঠা করা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দু'দেশের সুষ্ঠু সমন্বয়ের পরিস্থিতি গড়ে তোলা এবং বিভিন্ন ক্ষেত্রের সংলাপ ও সহযোগিতাকে এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করে। এ সময় তৃতীয় চীন-যুক্তরাষ্ট্র কৌশলগত নিরাপত্তা সংলাপ আর সাইবার কার্যগ্রুপের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এবারের অর্থনৈতিক সংলাপের প্রতিপাদ্য ছিল 'পারস্পরিক সম্মান প্রদর্শন, সহযোগিতার মাধ্যমে উভয়ের কল্যাণ সৃষ্টিকারী সার্বিক পারস্পরিক উপকারিতামূলক চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়া"। এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে দু'পক্ষ মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করে। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ, কাঠামোগত সংস্কার, টেকসই ও ভারসাম্যমূলক উন্নয়ন এবং আর্থিক বাজারের স্থিতিশীলতা ও সংস্কার।

চীন-যুক্তরাষ্ট্র কৌশলগত ও অর্থনৈতিক সংলাপ হচ্ছে দু'দেশের ঊর্ধ্বতন পর্যায়ের এক গুরুত্বপূর্ণ যোগাযোগের প্লাটফর্ম। এবারের সংলাপের কর্মসূচি তৈরি করা হয় বর্তমানে দু'পক্ষের সবচেয়ে মনোযোগের বিষয়গুলোকে কেন্দ্র করে। যেমন, অর্থনৈতিক সংলাপের কাঠামোতে শিল্পপতিদের গোলটেবিল অধিবেশন আয়োজিত হয়, যেখানে দু'দেশের শিল্পপতিরা আলোচনার সুযোগ পান। তাঁরা দু'দেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ ক্ষেত্রের সমস্যার সমাধানের চেষ্টা করেন। কৌশলগত সংলাপের কাঠামোতে জলবায়ু পরিবর্তন আর জ্বালানি-নিরাপত্তা সম্পর্কে দু'বার ছোট আকারের অধিবেশন আয়োজিত হয়। এ থেকে প্রমাণিত হয়েছে, দু'দেশের সরকার এ সমস্যাগুলোর ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং উভয়ের সহযোগিতা করার সদিচ্ছা আছে। ইন্টারনেট নিরাপত্তা প্রসঙ্গে নতুন গঠিত সাইবার গ্রুপ ৮ জুলাই প্রথম অধিবেশনে বসে।

তাছাড়া তৃতীয় চীন-যুক্তরাষ্ট্র কৌশলগত নিরাপত্তা সংলাপের উদ্দেশ্য ছিল দু'দেশের সামরিক বাহিনীর যোগাযোগ কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করা।

চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং তাঁর বক্তৃতায় বলেন, "আমরা সংলাপ করতে চাই, ভিন্ন কথা শুনতে চাই, সঠিক অভিমত গ্রহণ করতে চাই। কারণ বিশ্বায়নের প্রক্রিয়ায় আমরা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের সাথে সংলাপ করার মধ্য দিয়ে বিভিন্ন কথা ও অভিমত থেকে সত্যি সত্যি আমাদের অগ্রগতির সমস্যা খুঁজে পেয়েছি। এর ফলে আমাদের কাজে উন্নতি হয়েছে। অবশ্য, আমাদের মৌলিক ব্যবস্থা নড়বড়ে হওয়া এবং আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ করার মতামত আমরাও যুক্তরাষ্ট্রের মতো কোনো মতে গ্রহণ করবো না। আমরা নিজের ভিত্তিরেখা সংরক্ষণ করবো।"

তিনি আন্তরিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান ভুল বুঝাবুঝি, মতভেদ, এমন কি সংঘাতও স্বীকার করেন। তবে তিনি জোর দিয়ে বলেন যে, সংলাপের মাধ্যমে এ সব দ্বন্দ নিয়ন্ত্রণ করা যায়।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক