Web bengali.cri.cn   
চীনের ছিং রাজবংশ আমলের বিখ্যাত নাট্যকার খং সান রেন
  2013-06-18 20:06:44  cri

চিয়াং চিন ছেং

খং সান রেন জন্মগ্রহণ করেন কনফুসিয়াসের জন্মস্থান ছিয়েফুতে। ছোটবেলায় খং সান রেন কনফুসিয়াসসহ চীনা পণ্ডিতদের বইগুলো পড়তে পছন্দ করতেন। যখন তার বয়স ছ'বছর, তখন তিনি কবিতা লিখতে শুরু করেন। তা ছাড়া, তিনি বড়দের সঙ্গে ভাষার খেলা খেলতে পারতেন। যেমন, বড়দের কেউ একটি বাক্য বললে তিনি দ্বিতীয় বাক্য তাত্ক্ষণিকভাবে বলে দিতে পারতেন। মাঝে মাঝে তিনি বড়দের সঙ্গে পাল্লা দিয়ে কবিতা রচনা করতেন। সবাই তাকে প্রতিবাভান শিশু বলে মানতো।

খং সান রেন

বিশ বছর বয়সে খং সান রেন রাজদরবারের নিয়োগ পরীক্ষায় অংশ নেন। কিন্তু তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে কয়েকবার এ-ধরনের পরীক্ষায় অংশ নিয়ে প্রতিবারই উত্তীর্ণ হতে ব্যর্থ হন। তিনি তখন অভিযোগ করলেন যে তার ভাগ্য ভাল না। তার বন্ধুরাও তাকে এভাবে সান্ত্বনা দিলেন: 'ভাই, অনেক লোকই যোগ্যতা থাকা সত্ত্বেও, রাজদরবারের কর্মকর্তা পদে নিয়োগ পায় না। তুমিও হয়তো তাদেরই একজন। কিন্তু তুমি একজন জ্ঞানী লোক তাতে কোনো সন্দেহ নাই। তুমি লিখতে পারো। ভবিষ্যতে তুমি বড় পন্ডিত হবেন।' বন্ধুদের কথায় তিনি প্রেরণা পেলেন। পরে তিনি বাসা থেকে ৪০ কিলোমিটার দূরে একটি পাহাড়ের উপত্যকায় বসবাস করতে শুরু করলেন। তিনি ওখানে কয়েকটি বাঁশের ঘর নির্মাণ করলেন। তিনি ঘরগুলির নাম: 'নিসঙ্গ মেঘের বাড়িঘর'। তিনি ওখানে বেশ কয়েক বছর কাটিয়ে দিলেন। সেখানে তিনি প্রতিদিন বই পড়তেন ও লিখতেন। এভাবে তিনি তার সমস্ত দু:খ-কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা করলেন।

খং সান রেন নাটক ও লোকসঙ্গীত পছন্দ করতেন। তার বন্ধুদের মধ্যে অনেকেই ছিলেন শিল্পী। তিনি মাঝেমাঝে এ-সব শিল্পীর সঙ্গে নাটক ও লোকসঙ্গীত নিয়ে আলোচনা করতেন। তখন মিং রাজবংশের পতনের পর মাত্র ২০ বছর অতিক্রান্ত হয়েছে। সুতরাং মিং রাজবংশের শেষ আমলের অনেক গল্প তখন লোকমুখে প্রচলিত ছিল। খং সান রেন মিং রাজবংশ আমলের অনেক গল্প পড়তেন। তা ছাড়া, তিনি তার বন্ধুদের কাছ থেকেও অনেক গল্প শুনতেন। তিনি এ-সব গল্প নিয়ে নাটক রচনা করতে শুরু করলেন।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক