Web bengali.cri.cn   
পরীর চুমু
  2013-04-08 11:01:39  cri

পরীর না বলাতে মঞ্জুর মুখ ম্লান হয়ে গেলো। কিন্তু মাকে ছেড়েও তো থাকা যাবে না। অন্যদিকে পরীরও মন ভীষণ রকমের খারাপ হয়ে গেলো। সেও কিছুতেই মঞ্জুকে ছেড়ে যেতে চাচ্ছে না। এদিকে সন্ধ্যা প্রায় হয় হয়। পরী এবারে মঞ্জুকে নিয়ে বাড়ির পথে এগিয়ে দিয়ে আসে। পথে যেতে যেতে মঞ্জুর মন বার বার কেঁদে উঠে। 'মনে হয় এক্ষুনি একটা চুমু খেয়ে চলে যাই পরীর দেশে, কিন্তু মা তো তাহলে খুব কষ্ট পাবেন, কাঁদবেন, না মার কান্না কিছুতেই সহ্য করবো না'। মনখারাপ করে হাটছে আর ক্ষণে ক্ষণে পরীর দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। পরীর একই অবস্থা, কোনোভাবেই মন সায় দিচ্ছে না। তাই তো বলেই ফেলল-' মঞ্জু যদি কখনো পরী হবার ইচ্ছে হয়, তাহলে চাঁদ উঠলেই বনের মধ্যে চলে এসো'। এই বলে পরী দ্রুত বনের ভিতরে চলে গেলো।

এদিকে দুষ্ট বানর রূপী আড়াল থেকে সব কিছুই শুনছিল আর দেখছিল। বানরটি মনে মনে ভাবছিল যে, বোকা ছেলেটি পরী হয়নি খুব ভাল হয়েছে। আমি যে করে হোক একটি চুমু খেয়েই পরী হয়ে যাবো। এই ভেবে মতলব আটতে থাকে আর চুপি চুপি পরীর পিছনে পিছনে হেটে সুযোগে অপেক্ষায় থাকে, যাতে কোনোমতে একটি চুমু খেতে পারে। এদিকে পরীর মন ভীষণ খারাপ। সে বনের ভিতরে গিয়ে সাথী অপেক্ষায় একটি লতার ডালে বিশ্রাম নিতে যায়। তখন বানরটি এক পা দু পা করে পরী কাছে এসে বলে- 'পরী, তুমি দেখতে বড় সুন্দর, তোমার রূপ চাঁদকেও হার মানায়। তোমাকে আমি ভীষণ ভীষণ ভালবাসি। তুমি কি আমাকে একটি চুমু খাবে?' এমনিতেই পরীর মন খুব খারাপ, তারওপর বানরের মতলববাজি পরী বুঝে ফেলে। দূর হ, পাজি কোথাকার' এই বলে রাগ করে একটি পাথর নিয়ে বানরটির গায়ে ছুড়ে মারে। বানরটি কিচ কিচ করতে করতে বনের গভীরে চলে যায়।

এদিকে রাত্রি গভীর হলে পরীর দেশের সাথীরা নেমে বনের মধ্যে নেমে এসে হারিয়ে যাওয়া পরীকে খুঁজতে থাকে। হঠাত্ এই পরীকে খুঁজে পেয়ে সবাই ছুটে আসে আর সুধা সুধা বলে সবাই তাকে আদর করে দেয়। সবাইতো নানা রকম প্রশ্ন করছিল, জানতে চাচ্ছিল কেন সে গতরাতে তাদের সাথে বাড়ি ফেরেনি, কি হয়েছিল, কোনো দূঘর্টনা হয়েছিল কিনা ইত্যাদী। পরীদের কথায় প্রথমে সে চুপ করে থাকলেও পরে সে বলেই ফেললো যে, সে মঞ্জুকে সাথী করে দেশে নিয়ে যেতে চায়, কারণ সে মঞ্জুকে ভালবাসে। 'কেনো সে আমার সাথে এসে খেলা করে না, আমাকে ভালবাসে না?' এই কথা বলে আবার কান্না জুড়ে দিলে। সুধা পরীর এই অবস্থা দেখে সকল পরীদের মধ্যে বেশ কৌতুহল সৃষ্ট হলো। তারা সবাই বোঝাতে চাইল যে, সে মানুষ তাই তার সাথে এসে খেলতে পারে না। তাছাড়া আমারা চাঁদের আলোয় রাতের বেলা খেলা করি, তখন তো মঞ্জু ঘুমিয়ে থাকে। কিন্তু কিছুতেই সুধা পরীর কান্না আর থামে না। অগত্যা এক পরী বুদ্ধি করে বললো যে, এখন তো মঞ্জু ঘুমিয়ে আছে, এই সুযোগে সুধা চুপে চুপে গিয়ে তাকে একটা চুমু খেয়ে তাকে পরী করে ফেলুক। এই প্রস্তাবে সুধার মুখে হাসি ফুটে ওঠে।

সুধাপরী সাথীদের কথা মতো উড়তে উড়তে চলে যায় মঞ্জুর বাড়িতে। সেখানে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখলো যে মঞ্জু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। সুধা আস্তে আস্তে পা টিপে টিপে ঘরে প্রবেশ করে। দেখলো মঞ্জুর মুখের ওপর চাঁদের আলো পড়েছে— সে স্বপ্নের ঘোরে হাসছে, সুধার মনে হলো 'মঞ্জু নিশ্চয়ই এখন আমাকে নিয়ে স্বপ্ন দেখছে- খেলছে আর হাসছে'।

এবারে সুধা ধীরে ধীরে মঞ্জুর শিয়রের কাছে যায় এবং তার ঠোটে আলত করে একটি চুমু খায়। অমনি— কি আশ্চর্য, মঞ্জু তো পরী হলো না। উল্টো সুধার পিঠের রঙিন ডানা খুলে খসে পড়ল আর তার চোখ জুড়ে রাজ্যের ঘুম নেমে আসে। সুধা আস্তে আস্তে মঞ্জুর পাশে শুয়ে পড়ে। পরীর দেশের কথা কিছুই তার আর মনে পড়লো না, বরং মুঞ্জুর ঠোটের পরশ পেয়ে সে মানুষ হয়ে গেল।

এদিকে সেই দুষ্ট বানর রূপী আড়ালে থেকে সব দেখলো আর মনে মনে ভাবল, 'এই সুযোগ, পরীর ডানা খুলে গেছে, ঐ ডানা দুটো নিয়ে আমার পিঠে জুড়ে দিলেই আমি পরী হয়ে যাবো। তখন আর আমাকে কে পায়'। এই কথা বলে বানরটি চুপে চুপে ঘরে ঢুকে ডানা দুটি নিয়ে তার পিঠে জুড়ে দেয়। ডানা জোড়া তার পিঠে লেগে গেলো ঠিকই, কিন্তু সে পরী হতে পারলো না আবার বানরও থাকলো না। সে একটি বাদুর হয়ে, উড়ে গেলো বনের মধ্যে।

এদিকে সুধা পরীর সাথীর অপেক্ষা করে করে যখন দেখলো যে চাঁদ অস্ত যাচ্ছে আর সুধাও আর ফিরছে না, তখন তারা সবাই ফিরে যায় তাদের বাড়িতে। আর সুধা তখন মঞ্জু পাশে হাত ধরে গভীর ঘুমের দেশে চলে যায়।

মঞ্জুর মা রাতে মঞ্জুকে দেখতে এসে অবাক হয়ে দেখলো, মঞ্জুর পাশে ফুটফুটে সুন্দর মেয়ে মঞ্জুকে জড়িয়ে শুয়ে আছে। মা অনেক ক্ষণ ধরে ছোট্ট ছেলে মেয়ে দুটির দিকে গভীর মমতায় তাকিয়ে থাকে। তারপর একটু হেসে আস্তে আস্তে পরম আদরে দুজনেরই কপালে চুমু খেলেন।(লিপন)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক