Web bengali.cri.cn   
উচ্চমানের গণ বাহিনী প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত: সি চিনপিং
  2013-03-11 20:42:42  cri

সি চিন পিং

মার্চ ১১: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং দেশের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে মুক্তি ফৌজের প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ সভায় বলেছেন, "আমাদের উচিত উচ্চমানের গণবাহিনী প্রতিষ্ঠার চেষ্টা করা এবং দেশের সকল বাহিনীর উচিত নতুন পরিস্থিতিতে নিজেদের আরো শক্তিশালী ও আধুনিক করে গড়ে তোলা।" তিনি এক্ষেত্রে সিপিসির নির্দেশনা মেনে চলার জন্যও সংশ্লিষ্ট বাহিনীগুলোর প্রতি আহ্বান জানান।

সি চিন পিং আরো বলেন, "দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের মধ্যে সমন্বয় করা উচিত, যাতে দেশ ও জাতি সমৃদ্ধ হতে পারে।" তিনি সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানগুলো মধ্যে সমন্বয়সাধন এবং যথাযথভাবে সামরিক ব্যয় ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন। (ছাই/আলিম )

মন্তব্য
লিঙ্ক