Web bengali.cri.cn   
রেকর্ড সংখ্যক আমেরিকান টিভি দর্শক অস্কার উপভোগ করেছে (ছবি)
  2013-02-26 18:32:21  cri

লস এ্যাঞ্জেলেস, ফেব্রুয়ারী ২৫: এবার রেকর্ড সংখ্যক টিভি দর্শক রবিবারে অনুষ্ঠিত ৮৫তম অস্কারের মহা আয়োজন উপভোগ করে। এক্ষেত্রে নবাগত উপস্থাপক সেথ ম্যাক ফারলেনের প্রাণবন্ত উপস্থাপনায় সর্বাধিক তরুণ-দর্শক আকর্ষণে সমর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নেইলসেন রেটিং-এর পরিসংখ্যানে দেখা গেছে এবিসি টেলিভিশনে পরিবেশিত এবারের আসরটি ৪০.৩ মিলিয়ন অর্থাত্ ৪ কোটির অধিক আমেরিকান দর্শক সরাসরি উপভোগ করে। এবং প্রায় তিন ঘন্টা ত্রিশ মিনিটের এই অনুষ্ঠানটি গত তিন বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক দর্শক উপভোগ্য অনুষ্ঠান হিসেবে সর্বোচ্চ রেকর্ড অর্জন করে। পরিসংখ্যানে আরও বলা হয়, গতবারের কমেডিয়ান বিলি ক্রিস্টালের উপস্থাপনায় অনুষ্ঠিত অস্কারের তুলনায় এবারের আসর ২ শতাংশেরও বেশী দর্শক আকর্ষণ করতে সমর্থ হয়। অস্কার একাডেমির পক্ষ থেকে দাবী করা হয়েছে যে, বিগত বছরগুলোতে অস্কার অনুষ্ঠানের দর্শক উপভোগের গুরুত্ব এবং সংখ্যা উভয় বৃদ্ধি পেয়েছে। আরও বলা হয়েছে, অস্কারে শ্রেষ্ঠ ছবির জন্য মনোনীত প্রতিযোগী ছবির সংখ্যা পূর্বের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে পাঁচ থেকে দশের মধ্যে রাখা হয়েছে। এবং একই সাথে একজোড়া জনপ্রিয় উপস্থাপক নির্বাচন করে থাকে। এবারের আসরের নতুন উপস্থাপক ম্যাক ফারলেন তরুন প্রজন্মের মধ্যে উল্লেখ্য জনপ্রিয়তা তৈরী করতে সমর্থ হন। অবশ্য দর্শক সমালোচকের দৃষ্টিতে ফারলেনের উপস্থাপনা উপভোগ্য হলেও সমগ্র অনুষ্ঠানটি ছিল অতি দীর্ঘ এবং চমকহীন।(লিপন)

মন্তব্য
লিঙ্ক