Web bengali.cri.cn   
অস্কারে শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ৭১টি দেশ ও অঞ্চল
  2012-10-09 20:24:31  cri

অক্টোবর ৯: মার্কিন চলচ্চিত্র শিল্পকলা ও বিজ্ঞান একাডেমি সোমবার ঘোষণা করেছে, এ-বছর ৭১টি দেশ ও অঞ্চলের পাঠানো চলচ্চিত্র ৮৫তম অস্কারের শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

এবার, চীনের তিন জন চলচ্চিত্র পরিচালক তাঁদের নতুন চলচ্চিত্র নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। চীনের মূলভূখণ্ডের পরিচালক চেন খাই গের চলচ্চিত্র "অনুসন্ধান" ইন্টারনেটের গোপনীয়তা ও সহিংসতা নিয়ে চিত্রিত হয়েছে। হংকংয়ের পরিচালক জনি তু-এর চলচ্চিত্র "জিম্মীর মৃত্যু"হচ্ছে একটি অপরাধবিষয়ক চলচ্চিত্র। তাইওয়ানের যুব পরিচালক চাং রোং জির চলচ্চিত্র "আলোর স্পর্শ" হচ্ছে তারুণ্যনির্ভর কাহিনী নিয়ে নির্মিত।

মার্কিন চলচ্চিত্র শিল্পকলা ও বিজ্ঞান একাডেমি আগামী বছরের ১০ জানুয়ারি পাঁচটি নির্বাচিত চলচ্চিত্রের নাম ঘোষণা করবে এবং ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে ও পুরস্কার বিতরণ করবে। (ইয়ু/আলিম)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক