Web bengali.cri.cn   
বার্লিন চলচিত্র উত্সবের পর্দা উঠলো
  2013-02-18 17:48:25  cri

এক মা তার সন্তানকে সড়ক দূর্ঘটনায় একটি ছেলেকে মারাত্মক ভাবে আহত করার দায় থেকে মুক্তকরা আপ্রান চেস্টা করছে। এরকম একটি গল্প নিয়ে লেখা একটি রোমানিয়ান নাটক "চাইল্ড পোজ" এবারের বার্লিন চলচিত্রের 'গোল্ডেন বিয়ার' পুরুস্কার জয় করে। চলচিত্রটির নির্মাতা পরিচালক কলিন পিটার নিট্শের এই পুরুস্কার পরবর্তী অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, " আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি"। তিনি আরও বলেন, " এটা নিশ্চিত ভাবেই একটি উচ্চমান সম্পন্ন রোমানিয়ান ছবি এবং আমরা আশা করছি যে আবার বিপুল সংখ্যক দর্শক সিনেমা হলে এসে রোমানিয়ান ছবি দেখবে"। উত্সবের রানার-আপ হিসেবে 'সিলভা বিয়ার' জয় করে "এন এপিসোড ইন দ্য লাইফ ওফ এন আয়রন পিকার"। এই ছবিতে এক বসনিয়ান জিপসি দম্পতি গর্ভে বাচ্চা মারা যাওয়ায় চিকিত্সা পরবর্তী নিয়ে যে নিদারুন যন্ত্রণা ভোগ করছিলেন তা পূনরাভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন। আর এই ছবিতে নাজিফ মুজিক যিনি স্বামী'র ভূমিকায় করেছেন তিনি বিচারকদের ভোটে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। সেরা অভিনেত্রী নির্বাচিত হন পোলিনা গার্সিয়া যিনি সেবাস্তিয়ান লিলাইওস পরিচালিত কমেডি ড্রামা "গ্লোরিয়া" ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেন। সেরা পরিচালকের সম্মান অর্জন করেন আমেরিকার চলচিত্র নির্মাতা ডেভিড গর্ডন গ্রীন তাঁর "প্রিন্স এ্যাভালান্স" ছবিটির জন্য এবং "ক্লোজ্ড কার্টেন" ছবিটির স্ক্রিপ্ট রচনা করে ইরানের চলচিত্র নির্মাতা জাফর পানাচি জয় করেন শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরুস্কার। (লিপন)

মন্তব্য
লিঙ্ক