Web bengali.cri.cn   
লন্ডনের ক্রিটিক সার্কল ফিল্ম এওয়ার্ড জয় করল ফ্রান্সের চলচিত্র (ছবি)
  2013-01-21 14:17:21  cri

লন্ডন, জানুয়ারী, ২০: বার্ষিক চলচিত্র উত্সব 'দ্য লন্ডন ক্রিটিক সার্কল ফিল্ম এওয়ার্ডে'র শ্রেষ্ঠ চলচিত্রের খেতাবটি এবার ফ্রান্সের ঘরে, ফ্রান্সের ছবি 'আমুর' ছিনিয়ে নেয় এই সেরা পুরস্কারটি। এবং একই সাথে আরও দুটি পুরস্কারও জয় করে এই ছবিটি।

আমুর

আমুর'র পরিচালক অস্ট্রিয়ান ডিরেক্টর মাইকেল হ্যানিকের ফ্রেঞ্চ ভাষার গল্প বিবাহিত বয়োস্ক দম্পতিকে নিয়ে নির্মিত এই ছবিটি ইতিমধ্যে গত বছরের কান চলচিত্র উত্সবের 'দ্য পাম ডি'ওর' জয় করে এবং এবছরের অস্কারের বিদেশী ছবির ক্যাটাগরিতেও মনোনীত হয়।

ছবিটি এই এওয়ার্ডটি ছাড়াও শ্রেষ্ট অভিনেত্রীর খেতাব অর্জন করে ৮৫ বছর বয়সী ইমান্যুয়েলে রিভা এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কারটিও জয় করে পরিচালক হ্যানিকে নিজে। তবে হ্যানিকে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি হাতছাড়া করে আর এই খেতাবটি অর্জন করে তাইওয়ান বংশদ্ভুত নির্দেশক এ্যাং লী তাঁর 'লাইফ অব পাই' ছবিটির জন্য।

'দ্য মাস্টার' ছবিতে অভিনেতা জ্যাকুইন ফোয়েনিক্স শ্রেষ্ঠ অভিনেতা এবং একই ছবির অভিনেতা ফিলিপ শ্যামোর হফম্যান শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের খেতাব অর্জন করে। তবে অভিনেতা টবি জোনস্ 'বারবেরিয়ান সাউন্ড স্টুডিও' ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ বৃটিশ অভিনেতার পুরস্কার জয় করেন। ছবিটি শ্রেষ্ঠ বৃটিশ ফিল্ম এওয়ার্ডও অর্জন করে। অন্যদিকে 'লা মিজারেবল' ছবির অভিনেত্রী এ্যানি হাথাওয়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব জয় করেন।

তবে এবারের ক্রিটিক সার্কেলের বিশেষ সম্মান সূচক খেতাব- দ্য এওয়ার্ড ফর এক্সিলেন্স অর্জন করেন অভিনেত্রী হেলেনা বোনহ্যাম কার্টার। সর্বশেষ ছবি 'দ্য লা মিজারেবল' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য হেলেনা কেবল এই পুরস্কারটিই জয় করেননি একই সাথে তিনি বৃটিশি একাডেমী অব ফিল্ম এন্ড টেলিভিশন আর্ট'স্ এওয়ার্ড এবং অস্কারের দৌড়েও একজন শক্ত প্রতিপক্ষ হিসেবে টিকে রয়েছেন। (লিপন)

মন্তব্য
লিঙ্ক