ডিসেম্বর ২৫: ভারত ও পাকিস্তানের মধ্যে হকি সিরিজ পুনরায় চালু করার ব্যাপারে দেশ দুটোর হকি ফেডারেশন বেশ কয়েক মাস ধরে পরস্পরের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
সোমবার পাকিস্তানের তথ্যমাধ্যম দেশটির হকি ফেডারেশনের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি শেষ দিকে ভারত বিষয়টি নিয়ে আলোচনার জন্য পাকিস্তানে একটি প্রতিনিধিদল পাঠাবে। তিনি আরো জানান, গত এপ্রিলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠক প্রতিবেশী দেশ দুটোর মধ্যে ক্রীড়া সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দিয়েছে।
পাকিস্তানের ক্রিড়া বিশ্লেষকরা আশা করছেন, দু'দেশের মধ্যে হকি সিরিজ পুনরায় চালু হলে, অন্যান্য খেলার প্রতিযোগিতার ওপরও এর ইতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ভারত-পাকিস্তান হকি সিরিজ আয়োজন বন্ধ রয়েছে। (ইয়ু / আলিম)
| ||||