মুম্বাই হামলায় জড়িতদের বিচারের গতি বাড়াতে পাকিস্তানের প্রতি ভারতের আহ্বান
2012-12-14 19:32:14 cri
ডিসেম্বর ১৪: মুম্বাই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিচার কার্যক্রমের গতি বাড়াতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে এ আহ্বান জানান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক দু'দিনের ভারত সফর শুরু করলেন যেদিন সেদিনই এ আহ্বান জানানো হলো ভারতের পক্ষ থেকে।
খুরশিদ বলেন, "মুম্বাই হামলার বিচারের অগ্রগতির ব্যাপারে ভারত প্রতিটি মুহূর্তের দিকে চেয়ে থাকে"।
প্রসঙ্গত, মুম্বাই হামলার ব্যাপারে ভারত ইতোমধ্যে পাকিস্তানের কাছে সাত দফা দলিলপত্র দিয়েছে, যাতে প্রমাণ রয়েছে পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সায়িদ এ হামলার পরিকল্পনা করেছিলেন। (সিনহুয়া/এসআর)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক