Web bengali.cri.cn   
দ্বিতীয় ওয়ানডেতেও জয়ী বাংলাদেশ, এনামুলের সেঞ্চুরি
  2012-12-02 19:15:02  cri

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর দর্শকদের অভিবাদনের জবান দিচ্ছেন এনামুল হক।

দ্বিতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার ১৬০ রানের ব্যবধানে বিশাল জয়। বাংলাদেশের দেওয়া ২৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩২ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়রা। দ্বিতীয় ওয়ানডেতেই সেঞ্চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ হন বাংলাদেশের এনামুল হক।

খুলনার আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২১ রানে তামিম আর নাঈম আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। তবে, ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এনামুল হক আর অধিনায়ক মুশফিকুর রহিম গড়ে তোলেন ১৭৪ রানের অসাধারণ এক জুটি। ৭৯ রানে মুশফিক আউট হলেও ১৯ বছর বয়সী তরুণ এনামুল তুলে নেন ক্যারিয়ের প্রথম সেঞ্চুরি, করেন ১২০ রান। মমিনুল আর মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ গড়ে ২৯২ রানের বড় ইনিংস।

টার্গেট তাড়া করতে নেমে ৩১ ওভারে ১৩২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বাংলদেশ পেল আরেকটি সাধারণ জয়। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

প্রেসিডেন্ট মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার এডভোকেট আব্দুল হামিদ ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন।

---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

মন্তব্য
লিঙ্ক