Web bengali.cri.cn   
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ নারী দল, প্রধানমন্ত্রীর অভিনন্দন
  2012-09-11 18:57:49  cri
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী দক্ষিণ আফ্রিকা নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

দেশের মাটিতে নারী ক্রিকেট দলের এটাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জয়ের জন্য দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ দল। ৬ উইকেটে ১০৫ রান করে আফ্রিকার মেয়েরা। বৃষ্টির কারণে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৩ ওভারে ৭৩ রান। তবে ১২ ওভার ১ বলেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক