Web bengali.cri.cn   
থাইল্যান্ডের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিপিসির প্রতিনিধিদলের বৈঠক
  2012-12-01 19:19:23  cri

ডিসেম্বর ১: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কেন্দ্রীয় পার্টি স্কুলের ভাইস-চ্যান্সেলার চেন পাও শেংয়ের নেতৃত্বে সিপিসির একটি মৈত্রী প্রতিনিধিদল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৃথক পৃথকভাবে ওই দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

দল তিনটি হলো ক্ষমতাসীন ফেউ থাই পার্টি, বৃহত্তম বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি এবং তৃতীয় রাজনৈতিক দল প্রাউড থাই পার্টি।

দু'দেশের নেতারা সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসে অর্জিত ব্যাপক সাফল্য এবং দু'দেশের রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বিস্তারিতভাবে মত বিনিময় করেন।

চেন পাও শেং ওই তিনটি রাজনৈতিক দলের নেতাদের কাছে সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসে অর্জিত ঐতিহাসিক সাফল্য সার্বিক ও বিশদভাবে ব্যাখ্যা করেন।

তিনি বলেন, সিপিসি নতুন ঐতিহাসিক আরম্ভস্থান এবং পরিস্থিতির প্রেক্ষাপটে আরো ভালোভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে, প্রতিবেশীদের প্রতি সদিচ্ছা দেখাবে, তাদের সঙ্গে বন্ধুত্ব অবলম্বন করবে এবং সমতা ও পারস্পরিক উপকারিতা, পারস্পরিক সংযম ও শিক্ষাগ্রহণ এবং সকলের জয়লাভের ভিত্তিতে উন্নয়ন অর্জনের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে।

থাইল্যান্ডের ওই তিনটি রাজনৈতিক দলের নেতারা জানান, দেশটির রাজনৈতিক দলগুলো সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের ওপর নিবিড় নজর রেখেছে। তাঁরা বলেন, থাইল্যান্ড ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের। রাজনৈতিক ব্যক্তিত্বদের আদানপ্রদান হচ্ছে দু'দেশের বিনিময়ের গুরুত্বপূর্ণ অংশ। তাঁরা বলেন, তাদের দলগুলো সিপিসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রাখবে এবং দু'দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে। (ইয়ু/এসআর)

মন্তব্য
লিঙ্ক