

নভেম্বর ১৫: সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে এ-নির্বাচন সম্পন্ন হয়। এ ছাড়া, আধিবেশনে সি চিন পিং, লি খে ছিয়াং, চাং দে চিয়াং, ইয়ু চাং শেং, লিউ ইয়ুন শান, ওয়াং ছি শান, চাং কুও লি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য নির্বাচিত হন।
১৮তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে সি চিন পিংকে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং ফান ছাং লোং ও শু ছি লিয়াংকে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান নিয়োগ করার সিদ্ধান্তও নেয়া হয়।
এ দিকে, ১৮তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে, কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে নির্বাচিত সম্পাদক, উপ-সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্যদের নামের তালিকা অনুমোদন করা হয়েছে। ওয়াং ছি শান কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সম্পাদক হন। (ইয়ু / আলিম)




