Web bengali.cri.cn   
পেইচিংয়ের সিয়াংশান পাহাড়
  2012-11-07 16:42:52  cri

প্রকাশ: যদি আপনারা পাহাড়ের চূড়া থেকে লাল পাতার দৃশ্য উপভোগ করতে চান, তাহলে ক্যাবল-কারে বসে মাত্র ১৭ মিনিটে সিয়াংশান পাহাড়ের চূড়া—সিয়াংলুফেংতে পৌঁছুতে পারেন। এই ১৭ মিনিট ধরে আপনারা আরামে সিয়াংশান পর্বতমালার লাল পাতার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। ২০১২ সালের সিয়াংশান লাল পাতা উত্সব ১২ অক্টোবর থেকে শুরু হয়। জানা গেছে, গত সপ্তাহের ছুটির দিনগুলোতে সিয়াংশান পাহাড়ে পর্যটকের সংখ্যা ২.৩ লাখ ছাড়িয়ে যায়, যা একটি রেকর্ড। (পর্যটকদের দু'তিনটি সাক্ষাত্কার যোগ করুন) প্রতিদিন সকাল ৮টা থেকে সিয়াংশানে আসা গাড়ীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং বিকেল ৩টা থেকে পাহাড় থেকে নেমে আসা গাড়ির সংখ্যাও হয় সবচে বেশি। সিয়াংশানে বেড়াতে আসলে বাসে করে আসাই সবচে ভালো। কারণ ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য সিয়াংশান এলাকার কিছু রাস্তা একমুখী করা হয়েছে। আপনি যদি নিজের গাড়ি চালিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাকে অনেকদূর হাঁটতে হবে।

সুবর্ণা:আচ্ছা, সিয়াংশান পার্কের পর্যটনতথ্য জানার পর এখন শ্রোতাবন্ধুদের জন্য আরেক সুন্দর গান শোনাবো। গানের নাম 'শরত্কালে না-আসলেই ভালো'। এটি একটি প্রেমের গান। শরত্কাল বিরহের প্রতীক। এ-গানটি শুনে মনে একটু দুঃখবোধ জাগবে।

প্রকাশ: গানের কথা এমন, 'আমি শুনেছি, তুমি নতুন প্রেমে পড়েছো/ আমার মনে কিছু দুঃখ আছে, আছে কিছু সান্ত্বনা/ এক দরজা বন্ধ করে অন্য দরজা খোলো/ এ-তোমার অভ্যেস/আগামী শরত্কাল আসার সময়, কে তোমার সাথে থাকে/আমিও নিজের মন সমন্বয় করতে চাই/কে আমাকে সাহায্য করতে পারে, যাতে আমি তোমাকে আর মিস না করি/আমি তোমাকে ভুলতে চাই/শরত্কাল আসার আগে আর তোমাকে মিস করবো না/শরত্কাল না আসলে ভালো, কারণ আমি তোমাকে ভুলিনি...

সুবর্ণা:আচ্ছা, প্রিয় বন্ধুরা, সময় দ্রুত চলে যায়, আজকের ভ্রমণও শেষ করতে হবে। গত সপ্তাহে আমরা গেল তিন মাসের কুইজ প্রতিযোগিতার বিজয়ী শ্রোতাদের নাম ঘোষণা করেছি। এখন এ-সপ্তাহের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে: চলতি বছর সিয়াংশান 'লাল পাতা উত্সব' কখন শুরু হয়েছে?

প্রকাশ: প্রশ্নটি আবার বলছি: চলতি বছর সিয়াংশান 'লাল পাতা উত্সব' কখন শুরু হয়েছে?

ক. আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn,আমরা আপনাদের চিঠির অপেক্ষায় আছি।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক