Web bengali.cri.cn   
চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের অষ্টম পূর্ণাঙ্গ অধিবেশনের ইস্তাহার
  2012-11-04 19:32:35  cri

চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের অষ্টম পূর্ণাঙ্গ অধিবেশন শনিবার ও রোববার পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের স্থায়ী কমিটি এ অধিবেশন পরিচালনা করেছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সম্পাদক হো কুও ছিয়াং এতে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

পূর্ণাঙ্গ অধিবেশনে পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসে উত্থাপনের করা হলে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কার্যবিবরণী পর্যালোচনার পর তা গৃহীত হয়। এ কার্যবিবরণী পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসে দাখিল করার ব্যাপারে সম্মত হয়েছে।

পূর্ণাঙ্গ অধিবেশনে জোরালো ভাষায় বলা হয়েছে, দৃঢ়তার সাথে দুর্নীতি দমন এবং দুর্নীতিমুক্ত রাজনীতি গঠন করাই হচ্ছে আমাদের পার্টির সার্বক্ষণিক স্পষ্ট রাজনৈতিক অবস্থান। এটা হচ্ছে জনগণের মনোযোগী গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। দুর্নীতি দমন ও ন্যায়নীতি প্রতিষ্ঠার বৈজ্ঞানিক মান আরো উন্নত করতে হবে। ন্যায়নিষ্ঠ কর্মকর্তা, দুর্নীতিমুক্ত সরকার আর স্পষ্ট রাজনীতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে। পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কৌশলগত বিন্যাসের জন্য বলিষ্ঠ নিশ্চয়তার বিষয়টিকেও কার্যকর করতে হবে। (ইয়ু / আবাম)

মন্তব্য
লিঙ্ক