Web bengali.cri.cn   
চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির সপ্তম পূর্ণাঙ্গ অধিবেশনের ইস্তাহার
  2012-11-04 19:23:37  cri

নভেম্বর ৪: চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির সপ্তম পূর্ণাঙ্গ অধিবেশন ২০১২ সালের পহেলা থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় পলিট ব্যুরো এ অধিবেশনটি পরিচালনা করেছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের অধিবেশন ৮ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে।

অধিবেশনে কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর অনুমোদিত হু চিন থাওয়ের কার্যবিবরণী শ্রবণ পেশ করার পর তার ওপর আলোচনা হয়েছে। অধিবেশনে চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির ১৮তম জাতীয় কংগ্রেসের কাছে দাখিল করা কার্যবিবরণী এবং চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রের সংশোধনী বিল নিয়ে আলোচনার পর তা গৃহীত হয়। অধিবেশনে এ দুটি দলিল ১৮তম জাতীয় কংগ্রেসের অধিবেশনে পর্যালোচনার জন্য দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ অধিবেশনে কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের ষষ্ঠতম পূর্ণাঙ্গ অধিবেশনের পর কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর কার্যক্রমের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়েছে। অধিবেশনে গত পাঁচ বছরের কাজের সারসংকলন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে মনে করা হয় যে, জটিল ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিবেশ আর কঠোর সংস্কার ও উন্নয়নের কর্তব্য মোকাবিলায় সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের নেতৃত্বাধীন পার্টির কেন্দ্রীয় কমিটি নিবিঢ়ভাবে সারা দেশের বিভিন্ন জাতির জনগণের ওপর নির্ভর করে নানা কঠিন অবস্থা ও ঝুঁকির পরীক্ষা অতিক্রম করার পাশাপাশি সর্বক্ষেত্রে পার্টি ও দেশের নানা কাজকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে।

পূর্ণাঙ্গ অধিবেশনে সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি ও কর্তব্যের বিশ্লেষণ করা হয়েছে, নতুন পরিস্থিতিতে চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক মহান ব্রতের উন্নয়ন এবং নতুন মহান প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে আলোচনার মধ্য দিয়ে পার্টির ১৮তম জাতীয় কংগ্রেস আয়োজনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। (ইয়ু)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক