Web bengali.cri.cn   
এফডিআই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের হাত নেই
  2012-10-19 20:11:10  cri
ভারতের খুচরা খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই কোনো কোনো মহল থেকে কথা ওঠে যে, যুক্তরাষ্ট্রের প্রভাবে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এমন অভিযোগ নাকচ করে দিলেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বললেন, "এ সিদ্ধান্তে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। ভারত অন্য কোনো দেশের নির্দেশে চলে না।"

এফডিআই অনুমোদনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে – এমন অভিযোগ যারা করেন, তাদের মধ্যে অন্যতম গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে খুশি করতে সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মনমোহন বলেন, ভারতের সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনা করেই বিদেশি বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার সম্প্রতি এফডিআইসহ অর্থনৈতিক সংস্কারমূলক বেশ কিছু উদ্যোগ নেয়। ইউপিএর শরিক দলগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হবে উল্লেখ করে মনমোহন বলেন, "দেশের জন্য যা ভালো, আমরা তা-ই করব। সংস্কার উদ্যোগ এককালীন কোনো ব্যবস্থা নয়।"

ভারতের খুচরা খাতে বিদেশি পণ্যের প্রবেশ, জ্বালানি তেল ও এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রভৃতি সাম্প্রতিক সিদ্ধান্ত আগামী নির্বাচনে ইউপিএর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে শরিক দলগুলো শঙ্কা প্রকাশ করে। জবাবে মনমোহন বলেন, নির্বাচন এখনো অনেক দূরে রয়েছে। তবু এসব বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সম্প্রতি ইউপিএ থেকে বেরিয়ে আসে। দলটির ছয়জন মন্ত্রী মমতার নির্দেশে মনমোহনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তৃণমূলের সমর্থন প্রত্যাহারের ফলে ইউপিএর শরিক অন্যান্য দলের ওপর সরকারের নির্ভরশীলতা এখন বেড়েছে।

মন্তব্য
লিঙ্ক