

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং জাতিয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
অক্টোবর ১৯: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার পেইচিংয়ে সিআরআই-এর সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, "চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে।" এসময় তিনি নতুন ও সমৃদ্ধশালী চীন গড়ে তোলার ক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টির সাফল্যের প্রশংসা করে বলেন, "আশা করি পার্টির আসন্ন কংগ্রেসে আরো তরুণ ও গতিশীল নেতৃত্ব উঠে আসবে এবং চীনের জনগণকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার পথ তৈরি হবে।"
গত এক দশকে অর্জিত চীনের উন্নয়নকে 'বিস্ময়কর' আখ্যায়িত করে বেগম জিয়া বলেন, "চীনের সব উন্নয়নই গণমুখী। মানুষকে কেন্দ্র করেই সব উন্নয়ন এ-দেশে হয়ে থাকে। উন্নয়নের সুফলকে সুসম বন্টনের মাধ্যমে সকল স্তরে পৌঁছে দেয়ার এক মহান লক্ষ্যও স্থির করেছে এদেশের সরকার।"
চীনের কমিউনিস্ট পার্টির আসন্ন ১৮তম জাতীয় কংগ্রেস প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, "চীনের গঠন ও উন্নয়ন কাজের নীতি, কর্মসূচী ও কৌশল এবং কিভাবে এর সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছানো যায় তা কমিউনিস্ট পার্টিই ঠিক করে।" তিনি এসময় কংগ্রেসের সাফল্য কামনা করেন।
চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্কে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেন, "চীনের সহায়তায় বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, টেলি সংযোগ, প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে। খনিজসম্পদ আহরণ এবং জ্বালানি খাতে চীনের সহযোগিতা নিয়ে আমাদের জনগণ উপকৃত হয়েছে। আশা করি ভবিষ্যতেও সহযোগিতা জোরদার হবে এবং বিনিময়ের ক্ষেত্র আরো বহুমুখী হবে।"
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের আমন্ত্রণে খালেদা জিয়া এবার চীন সফর করছেন। (ইয়ু/আলিম)



