
খালেদা জিয়া ও ওয়াং চিয়া রুই সাক্ষাত্

2012-10-16 17:33:01 cri
অক্টোবর ১৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার পেইচিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রী ওয়াং চিয়া রুইর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে ওয়াং চিয়া রুই বলেন, বাংলাদেশ চীনের ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার। গত কয়েক বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সুষ্ঠুভাবে বিকশিত হয়েছে।
তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন দু'দেশের জনগণের জন্য কল্যাণকর।
ওয়াং চিয়া রুই বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ জাতীয়াতাবাদী দলের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করে দু'দেশের মৈত্রীকে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
খালেদা জিয়া বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর চীন বাংলাদেশকে অনেক নিঃস্বার্থ সহায়তা ও সমর্থন দিয়েছে।
তিনি আশা করেন, উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে ভবিষ্যতেও চীন বাংলাদেশকে সাহায্য দিয়ে যাবে।
খালেদা জিয়া বলেন, চীনের পুরানো বন্ধু হিসেবে তার আরো সাফল্য অর্জনের প্রত্যাশা করে এবং এক-চীন নীতিকে সমর্থন করে বাংলাদেশ। (শিশির/এসআর)
মন্তব্য

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
