v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতে পর্বত ও হ্রদ পুজা-৩
2009-05-06 15:20:52

ঐতিহাসিক বিবর্তনে তিব্বতের আদিম ধর্ম—বোন ধর্মের ড্রাগন দেবতার চেহারার সংগে ভারতের নাগ- অধিপতির বাহ্যিক বৈশিষ্ট্য মিশে যায় ।এরপর মাফাম ইয়ুমসো , ইয়ামজোগ ইয়ুমসো, মাসটসো ও ছিং হাই ,এ চারটি হ্রদের দেবতা আবির্ভূত হয় । হান জাতি অধ্যুষিত অঞ্চলে পূজণীয় চারটি সাগর- দেবতার মত এ চারটি হ্রদ- দেবতার ছিল মানুষের মাথা ও সাপের দেহ ।তবে পার্থক্য হলো , তিব্বতের ড্রাগন দেবতার অধিকাংশই দেবী । তাদের আছে মনুষ্যত্ব ও মাতৃত্ব । তারা সুন্দরী ,দয়ালু স্নেহশীল ও পরিশ্রমী । তারা একাধারে তিব্বতের রন্ধন দেবী ,গৃহদেবী, তাবু দেবী ও ধন দেবীও মাফাম ইয়ুমসো দেবী হ্রদ-দেবীদের অধিপতি । পর্বত দেবতা- কাংরিনবোছির মত মাফাম ইয়ুমসো হ্রদ পবিত্রতার দীপ্তিতে উজ্জ্বল । কাংরিনবোছি পর্বতের পাশে অবস্থিত মাফাম ইয়ুমসো হ্রদের উচ্চতা সমুদ্রের পৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার মিটার এবং আয়তন চার শো বর্গ কিলোমিটার । আয়তনের দিক থেকে তিব্বতের চারটি পবিত্র হ্রদের মধ্যে মাফাম ইয়ুমসো হ্রদ সবচেয়ে বড় । এক সময় মাফাম ইয়ুমসো হ্রদ ছিল বোন ধর্মের কেন্দ্রস্থল ।পরবর্তীকালে তা তিব্বতী বৌদ্ধদেরও পবিত্র হ্রদ হয়েছে ।

তিব্বতী ভাষার প্রাচীন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে, হান জাতির উপকথায় বর্ণিত স্বর্গের সম্রাজ্ঞী যে হ্রদের তীরের বাঁশবনে থাকেন সে হ্রদই মাফাম ইয়ুমসো হ্রদ। তা ছাড়া মাফাম ইয়ুমসো হ্রদ হিন্দুদেরও তীর্থস্থান । প্রতিবছর ভারত ও নেপালের অসংখ্য মানুষ মাফাম ইয়ুমসো হ্রদে আরাধনা করতে তিব্বতে এসে থাকে ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China