v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
শাংহাইয়ের পেছনের বাগান – ছিয়ান তাও হ্রদ দর্শনীয় স্থান
2009-10-06 20:45:48

    ছিয়ান তাও হ্রদের পরিবেশ অত্যন্ত মনোরম , হ্রদের পানি নিতান্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার বাতাসও টাটকা । পাশাপাশি এখানে শীতকালে বেশি ঠান্ডা পড়ে না আর গ্রীষ্মকালও খুব গরম নয় । ছিয়ান তাও হ্রদে ঢেউ প্রবল নয় । কাজেই চীনের জাতীয় ক্রীড়া ব্যুরো আনুষ্ঠানিকভাবে ছিয়ান তাও হ্রদে রোইং-ক্যানোইং আন্দোলনের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় । ২০০৭ সালের ফেব্রুয়ারী ইন্ডোর আন্দোলনের প্রশিক্ষণ , শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং শারীরিক প্রশিক্ষণ কক্ষের সমন্বয়ে জাতীয় রোইং-ক্যানোইং আন্দোলনের প্রশিক্ষণ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয় । এ কেন্দ্র অলিম্পিক গেমসের প্রস্তুতি হিসেবে চীনের রোইং-ক্যানোং আন্দোলনের সাফল্যের জন্যে সুবিধাজনক অবস্থার সৃষ্টি করেছে ।

    ছিয়ান তাও হ্রদের উটপাখী দ্বীপের নিকট জলসীমায় আরেকটি জল জগত রয়েছে । এ জগতে পর্যটকরা এ হ্রদের পানির সংগে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে পারেন । এ জল জগতে নৌ মোটর সাইকেল , দ্রুতগামী জাহাজ ও নৌ সাইকেল চালানোর ব্যবস্থা রয়েছে । কেউ কেউ বলে , ছিয়ান তাও হ্রদ একটি দীর্ঘস্থায়ী প্রাচীন দুতারার মতো । ছিয়ান তাও হ্রদের পানির শব্দ যেন দুতারার ছন্দের মতো । বিশেষ করে আধুনিককালের মানুষ এ হ্রদের পানিকে খুবই পছন্দ করেন । শাংহাইয়ের পর্যটক ইয়ান লি না বলেন ,

    ছিয়ান তাও হ্রদ একটি প্রশস্ত জায়গা । এখানে এসে আপনার মন খোলা থাকবে । এ হ্রদ এত বিশাল এবং দ্বীপের সংখ্যা এত বেশি । এ রকম দৃশ্য দেশের আর কোথাও দেখা যায় না । তাই আমার মনে হয় , আমাকে আরেকবার এখানে আসতে হবে । ষাট বছর বয়স্ক চিয়া সিংয়ের পর্যটক শেন সিন নিজের ক্যামেরা দিয়ে ছিয়ান তাও হ্রদের অনেক ছবি তুলেছেন । তিনি বলেন ,

    আগে আমি কোনোদিন ছিয়ান তাও হ্রদে আসি নি । অন্যদের কাছ থেকে শুনেছি , এখানকার হ্রদের পানি খুবই ভালো । নিজের চোখে দেখার পর আমার মনে হয় , হ্রদের পানি সত্যিই চমত্কার । ছিয়ান তাও হ্রদের নিসর্গ দেখে আমরা খুবই আনন্দিত ।

    প্রথম শ্রেণীর প্রাকৃতিক পরিবেশ এবং সমৃদ্ধ প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ থাকার কারণে ছিয়ান তাও হ্রদের সুনাম দ্রুতভাবে সম্প্রসারিত হচ্ছে এবং এখানকার পর্যটন শিল্পেরও দ্রুত উন্নতি হয়েছে । ছিয়ান তাও হ্রদ দর্শনীয় স্থানের পর্যটন ব্যুরোর পরিচালক ফাং ইয়াং বলেন ,

    ছিয়ান তাও হ্রদ দর্শনীয় স্থানের সুনাম বেড়েই চলেছে । এ দর্শনীয় স্থান পর পর জাতীয় পর্যায়ের সুবিখ্যাত দর্শনীয় স্থান , জাতীয় পর্যায়ের সোনালী ছুটিকালীন পর্যটন স্থান , চীনের শাক্তিশালী পর্যটন জেলা , চীনের দশটি শক্তিশালী পর্যটন জেলা ও দশটি শক্তিশালী দর্শনীয় স্থান হিসেবে নির্বাচিত হয়েছে । বর্তমানে প্রতি বছর দেশের প্রায় ৩০ লাখ পর্যটক এবং ইউরোপ, আমেরিকা , জাপান , দক্ষিণ কোরিয়া , দক্ষিণ-পূর্ব এশিয়া এবং হংকং ও তাইওয়ানের আরো বেশি পর্যটক ছিয়ান তাও হ্রদ দর্শনীয় স্থানে ভ্রমণ করতে আসেন এবং ছুটি কাটাতে আসেন । ২০০৮ সালে ছিয়ান তাও হ্রদ দর্শনীয় স্থানের পর্যটন শিল্প থেকে পাওয়া আয়ের পরিমাণ ৩০৭ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে । এখন ছিয়ান তাও হ্রদ দর্শনীয় স্থান ইয়াং সি নদী বদ্বীপ অঞ্চলের প্রথম বাছাই , চীনের প্রথম শ্রেণী এবং বিশ্বের সুপরিচিত পর্যটন ও অবকাশ কাটানোর একটি দর্শনীয় স্থানের দিকে এগুচ্ছে ।  


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China