v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ডাওয়াজ ফোরাম চীনের উত্তরাঞ্চলের শহর দালিয়েনে অনুষ্ঠিত হয়েছে
2009-09-24 20:19:10

গত ১০ থেকে ১২ সেপ্টেম্বর পযর্ন্ত বিশ্ব অর্থনীতি ফোরামের তৃতীয় বার্ষিক অধিবেশন অর্থাত ২০০৯ সালের গ্রীষ্মকালীণ ডাওয়াজ ফোরাম চীনের উত্তরাঞ্চলের শহর দালিয়েনে অনুষ্ঠিত হয়েছে। ফোরাম চলাকালে চীনের অর্থনৈতিক উন্নয়ন ও বিশ্বের ওপর তার প্রভাব এবারের ফোরামে অংশ গ্রহণকারীদের ব্যাপক মনোযোগ ও আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

মিসরে পুঁজিবিনিয়োগ মন্ত্রী মাহমোদ মোহিয়েলদিনের মতে এবারের ফোরাম যেমন মিসর প্রজাতন্ত্রের পুঁজিবিয়োগ মন্ত্রী মাহাম্মুদ মুসদিনের মতে এবারের ফোরাম যেমন ফোরামে অংশগ্রহণকারীদের জন্য বৈশ্বিক অথর্নৈতিক অবস্থা জানাজানির একটি চ্যানেল হয়ে দাঁড়িয়েছে , তেমনি বিভিন্ন দেশের অথর্নীতি ক্ষেত্রের ব্যক্তিরা স্বয়ং চীনের আজকের আকষর্ণ উপলব্ধি করেছেন। তিনি বলেন,

এবারের ফোরাম চীনে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত তাত্পযর্সম্পন্ন বিশ্ব অথর্নৈতিক উন্নয়নের অবস্থা উপলব্ধি করার ব্যাপারে বিম্ব অথর্নীতি ফোরামের ভূমিকা উল্লেখযোগ্য। এবারের ফোরাম চীনে আয়োজনের তাত্পর্য হল এই যে, বিশ্ব এখন অথর্নৈতিক ক্ষেত্রে চীনের বড় পরিবতর্ন উপলব্ধি করেছে। ইতোমধ্যে মিসরসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক বিকশিত করার জন্য একান্ত হিতকর।

রাজনীতি ও অথর্নীতি ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিরা এবারের ফোরামে অংশ নিয়েছেন। তাদের অংশগ্রহণের অন্যতম কারণ এই যে, চীনের অথর্নৈতিক পুনরুর্দ্ধারের মাধ্যমে তারা আর্থিক সংকট উঠিয়ে দেওয়ার আশা দেখেছেন। গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, বতর্মানে বিশ্ব অথর্নীতি ধাপে ধাপে পুনরুর্দ্ধার শুরু হচ্ছে। আর্থিক সংকট মোকাবিলার জন্য চীন সরকার যে চাঙ্গাকারি পদক্ষেপ নিয়েছে তাতে সাফল্য দেখা দিচ্ছে। বতর্মানে চীন অথর্নৈতিক বৃদ্ধি হ্রাসের প্রবণতা নিয়ন্ত্রণ করেছে। এ বছরের প্রথমার্ধে চীনের অভ্যন্তরীণ মোটমূল্য ৭.১ শতাংশ হয়েছে। পুঁজিবিয়োগের গতি একটানা গতিশীল হয়েছে। এর পাশাপাশি অথর্নৈতিক বৃদ্ধি বাড়ানোর জন্য অভ্যন্তরীয় চাহিদার ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইতোমধ্যে এ বছরের প্রথম সাত মাসে চীনের শহরাঞ্চলে নতুন করে ৬৬ লাখ ৬০ হাজার কমর্সংস্থার ব্যবস্থা করা হয়েছে। শহর ও গ্রামাঞ্চলের নাগরিকদের আয় বেড়েছে। যার ফলে সামাজিক পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। অথর্নীতি চাঙ্গা করার জন্য সে সব পরিকল্পনা নেওয়ার পর কেবল এ সব সাফল্য পাওয়া সম্ভব হয়েছে। প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও বলেন,

বিশ্ব অথর্নিতি সংকোচিত হওয়ার পটক্ষেপে এ ধরনের সাফল্য পাওয়া মোটেই সহজ কাজ নয়। এ সব সাফল্য আকাশে পড়েনি বরং স্বদেশের বাস্তব পরিস্থিতি অনুযায়ী চীন সরকার ও জনগণ ইতিবাচক আর্থিক নীতি ও যথাযত নমনীয় মূদ্রা নীতি মেনে চলেছে এবং বিশ্ব আর্থিক সংকট মোকাবিলার জন্য ধারাবাহিক পরিকল্পনা নিয়েছে।

ফোরাম উদ্বোধনের এ দিনে চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সবর্শেষ তথ্যে দেখা গেছে, চীনের অথর্নৈতিক বৃদ্ধির প্রবণতা আরও সুসংবদ্ধ হয়েছে । সুতরাং এ বছর অতর্নৈতিক বৃদ্ধি হার ৮ শতাংশের লক্ষ্য বাস্তবায়নের সম্ভাবনা বেশী।

তবে ভবিষ্যতে চীনের অতর্নৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ বিদ্যমান । বিশ্ব অথর্নীতির ভবিষ্যতেও অনেক অনিদির্ষ্ট উপাদান রয়েছে। বৈদেশিক চাহিদা হ্রাসের চাপ এখনও বেশী। অল্প সময়ের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর সম্ভাবনা কম । বতর্মানে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের অবস্থা ভাল নয়। তাদের কাঠামো পুনরুদ্ধারের কাজ অন্যন্ত কঠিন। উপরন্তু অতর্নীতি চাঙ্গা করার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের কাযর্করিতা ক্রমেই কমে গেছে। সে কারণে প্রধান মন্ত্রী বলেছেন, এ পরিপ্রেক্ষিতে চীন কখনো অনুপযুক্ত শর্তে নীতি পরিবর্তন করবে না। তিনি বলেছে,

আমরা অব্যাহতভাবে স্থিতিশীল অথর্নীতির উন্নয়ন রজায় রাক্ষাকে সবর্প্রথম কাজ মনে করি। আমরা দৃঢ়ভাবে ইতিবাচক আর্থিক নীতি ও নমনীয় মূদ্রা নীতিতে অবিচল থাকবো। সংকোচিত অথর্নীতি চাঙ্গা করার জন্য আমরা অব্যাহতভাবে সংশ্লিষ্ট পদক্ষেপ নেবো। এর সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি প্রতিরোধের লক্ষ্যে আমাদের সংশ্লিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত।

ফ্রান্সের পুব্লিসিক গ্রুপের চেয়াম্যান মোরিস লেভি দ্বিতীয় বার ডালিয়ের ফোরামে যোগ দিয়েছেন। সংবাদাতাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক সংকট মোকাবিলার জন্য চীন সরকার যে সব পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ সে সব পদক্ষেপ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তিনি বলেন,

চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা এখানে আমার ফোরামে অংশ নেয়ার উদ্দেশ্য। কারণ অথর্নৈতিক বৃদ্ধি ক্ষেত্রে চীন অবিশ্বাসী সাফল্য অজর্ন করেছে। এ ধরনের সাফল্য আমি পাশ্চাত্য দেশগুলোতে দেখতে পারিনি। আমি জানতে চেয়েছি, চীন কীভাবে এত সাফল্য অজর্ন করেছে? বতর্মান অবস্থা পাওয়ার কারণ কী? আসলে আমি কিছুটা কারণ পেয়েছি। আমি এখানে অনেক কিছু শিখেছি।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China