v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইয়াংচৌ শহর
2009-09-24 18:47:54

    বর্তমান ইয়াংচৌ একটি উন্মুক্ত নতুন আধুনিক নগর। আসলে ইতিহাসে ইয়াংচৌ একটি বিখ্যাত উন্মুক্ত শহর ছিল। থাং রাজবংশের আমলে ইয়াংচৌ চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের বৃহত্তম নগর এবং বৈদেশিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগের চারটি বন্দর নগরীর মধ্যে অন্যতম ছিল। সে সময় ইয়াংচৌ-এ প্রায় ১০ হাজার বিদেশী ব্যবসায়ী ছিলেন। বৌদ্ধ পন্ডিত চিয়ান জেন ৬ বার জাপানে গিয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার ছোই ছি-ওয়ান এবং ইতালির মার্কো পোলো এখানে তাদের পায়ের ছাপ রেখেছেন। বর্তমানে ইয়াংচৌ ১০টি দেশের ১৩টি শহরের সঙ্গে মৈত্রী শহর বা বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক শহর সম্পর্ক জোট বদ্ধ হয়েছে।

    ইয়াংচৌ-এর মৈত্রী শহর—নেদারল্যান্ডের ব্রেডা শহরের মেয়র পি এ সি এম ভান ডের ভেলডেন বহু বার ইয়াংচৌ-এ এসেছেন। প্রত্যেক বারই তার নতুন অভিজ্ঞতা আছে। তিনি বলেন,

    আমার মনে হয়, ইয়াংচৌ-এর ভবিষ্যত খুবই ভালো হবে। অর্থনীতি, সমাজ হোক বা সংস্কৃতি হোক। ইয়াংচৌ খুবই ভালো একটি শহর। যখন আমি ব্রেডায় ফিরে যাবো, তখন আমি সেখানকার মানুষকে বলবো, ইয়াংচৌ খুবই চমত্কার। ইয়াংচৌ-এ ছুটি কাটানোর জন্য আসতেই হবে।

    ইয়াংচৌ অধিবাসীদের জীবনযাপন খুবই আরামদায়ক। ইয়াংচৌ-এর বৈশিষ্ট্য পণ্য জিজ্ঞেস করলে, ইয়াংচৌয়ের অধিবাসীরা বলবেন যে, স্থানীয় হালকা খাবার ও অবকাশ কাটানো। ইয়াংচৌয়ের একটি পুরনো কথা প্রচলিত আছেঃ সকালে চামড়ার ভেতরে পানি এবং রাতে পানির ভেতরে চামড়া'। এর অর্থ হলো সকালে ইয়াংচৌ অধিবাসীরা মাংসের পুর দিয়ে ভাঁপা রুটি আর চা খান, রাতে গোসল করেন। এখান থেকে দেখা যাবে যে ইয়াংচৌয়ের সুস্বাদু খাবার এবং গোসল ও অবকাশ কেন্দ্রের উন্নয়নের মাত্রা।

    ইয়াংচৌ শহরের ডেপুটি মেয়র ওয়াং ইয়ু সিন বলেন,

    ইতিহাসে ইয়াংচৌ একটি অবকাশ কাটানোর শহর ছিল। আমাদের অবকাশের আমেজ আছে, গভীর সাংস্কৃতিক আমেজ আছে এবং অনেক অবকাশ কাটানোযোগ্য পর্যটন পণ্য আছে। পর্যটকদের দর্শনশক্তি চাহিদার পাশাপাশি তাদের মানসিক চাহিদাও পূরণ করা যায়। তাদেরকে সুন্দর দৃশ্য দেখানোর পাশাপাশি তাদের শরীরের সুবিন্যস্ত, মানসিক আনন্দ এবং শক্তি পুনরুদ্ধার করা যাবে। আমরা ইয়াংচৌ-এ আসা সব পর্যটককে উপযুক্ত উপভোগ দিতে চাই।

    মেয়র ওয়াং ব্যাখ্যা করে বলেছেন, বর্তমানে ইয়াংচৌ 'শহর পর্যটন' পরিকল্পনা তৈরী করছে। সারা শহরটিতে দর্শনীয় স্থান তৈরী করবে। পর্যটকরা ইয়াংচৌ-এ আসলে দর্শনীয় স্থান উপভোগ করার পাশাপাশি শহরের অবকাশ কাটানোর আমেজও অনুভব করতে পারবেন। তিনি বলেন,

    আমি দেশি-বিদেশি অতিথিদের পুঁজি বিনিয়োগ, ভ্রমণ, ছুটি কাটানো এবং ইয়াংচৌ-এ উন্নয়নের সুযোগ খুঁজে বের করার জন্য আমন্ত্রণ জানাই। নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করা যায়। প্রত্যক্ষ দর্শনের উপর আর কোন কথা নেই। ইয়াংচৌ-এ আসলে আপনি অবশ্যই আমার দৃষ্টিভঙ্গীর সঙ্গে একমত হবেন। আপনাকে ইয়াংচৌ-এ আবার আসতে হবে। দৃশ্য দর্শন বা ভ্রমণের পর্ব সহজে শেষ হবে। তবে অবকাশ বা ছুটি কাটানোর জন্য পর্যটনে আবার আসবেন এবং বারবার আসবেন। আমাদের ইয়াংচৌ ঠিক এই চাহিদা পূরণ করে। আমরা চেষ্টা চালাচ্ছি এবং আশা করি পর্যটকরা আসলে এই ধরনের তৃপ্তি পাবেন। 


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China