v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইয়াংচৌ শহর
2009-09-24 18:47:54
    প্রাচীন সাংস্কৃতিক নগর ইয়াংচৌয়ের ইতিহাস আড়াই হাজার বছরেরও বেশি। এটা হচ্ছে চীনের প্রথম দফা ২৪টি বিখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগরগুলোর মধ্যে অন্যতম। ২০০৬ সালে ইয়াংচৌ শহর জাতিসংঘের বসতি পরিবেশ পুরস্কার পেয়েছে। মধ্য চিয়াংসু প্রদেশে অবস্থিত ইয়াংচৌ শহর সবসময় স্থল ও পানি পরিবহণ এবং দক্ষিণ ও উত্তর নৌ পরিবহণের গুরুত্বপূর্ণ জায়গা। এখানকার পরিবহণ ব্যবস্থা খুবই সুবিধাজনক। সাংহাই থেকে ইয়াংচৌ পর্যন্ত বিশেষ পর্যটন বাস আছে, বাসে করে ইয়াংচৌ যেতে প্রায় ৪ ঘন্টা সময় লাগে। পেইচিং থেকে সরাসরি বিশেষ দ্রুত ট্রেনে পৌঁছানোর ব্যবস্থাও আছে। ভোরে রওয়ানা হলে রাতে পৌঁছানো যায়।

    ইতিহাসে ইয়াংচৌ সমৃদ্ধ শহর বলে পরিচিত ছিল। শহরের প্রতিটি জায়গায় সুক্ষ্ম ও সুন্দর দৃশ্য রয়েছে। প্রতি বছর বসন্তকালে ইয়াংচৌ শহর 'মার্চ মাস আর্থ-বাণিজ্যিক পর্যটন উত্সবের' আয়োজন করে। কারণ সে সময় ইয়াংচৌয়ের সোনালী ঋতু। এছাড়া প্রতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ইয়াংচৌ-এ অনুষ্ঠিত সাংস্কৃতিক উত্সবে চাঁদ উপভোগের শ্রেষ্ঠ সময়। প্রধান তত্পরতাগুলোর মধ্যে রয়েছেঃ চাঁদ উপভোগ, রাজা ছিয়ান লোংয়ের পানিতে ভ্রমণ, রাতে খাল ভ্রমণ এবং সুস্বাদু খাবার উত্সব ইত্যাদি। দক্ষিণ চীনের নদনদী এলাকার সুন্দর ও শ্রীমণ্ডিত আমেজ চার ঋতুতে এখানকার পর্যটনকে উপযোগী করে তুলেছে।

    ইয়াংচৌ সবসময় একটি মেধাশক্তির মিলিত হওয়ার জায়গা। এখানে বহু ঐতিহাসিক স্থান ও দৃশ্যাবলী এবং সুদৃশ্যের বাগান বা পার্ক রয়েছে। ইয়াংচৌ-এ আসলে শৌ সি হ্রদ অর্থাত সরু পশ্চিম হ্রদে না গেলে চলবে না। শৌ সি হ্রদের পথপ্রদর্শক সিয়া লিয়াং পিং বলেন,

    আমার মনে হয় শৌ অর্থাত্ সরু শৌ সি হ্রদের সবচেয়ে সুন্দর বিষয়। বর্তমানে মানুষ মনে করে, পাতলা মানুষ সুন্দর। হাংচৌয়ের পশ্চিম হ্রদ থাং রাজবংশের শীর্ষ সুন্দরী-উচ্চ পর্যায়ের রাজকীয় গৌণ পত্নী ইয়াং-এর মতো মোটা সৌন্দর্য্যের মানদণ্ড। কিন্তু আমাদের শো সি হ্রদের সরু তার সৌন্দর্য্য। সুং রাজবংশের শীর্ষ সুন্দরী-উচ্চ পর্যায়ের রাজকীয় গৌণ পত্নী চাও ফেই ইয়ানের মতো।

    শৌ সি হ্রদের ইতিহাস সুদীর্ঘকালের। বিভিন্ন রাজবংশের বাগান নির্মাণকারী বিশেষজ্ঞ তাকে খুব পছন্দ করে আসছে। শৌ সি হ্রদের পথপ্রদর্শক সিয়া লিয়াং পিং বলেন,

    শৌ সি হ্রদের ৫ কিলোমিটারের নৌ পথ রয়েছে। আপনি একটি নৌকায় বসে বা হেঁটেঁ চলার মধ্য দিয়ে প্রাণ ভরে হ্রদের বাগানের দৃশ্য উপভোগ করতে পারবেন। কারণ তা বেশ কয়েকটি ব্যক্তিগত বাগান নিয়ে গঠিত। প্রত্যেক বাগানেরই নিজের উত্কৃষ্টতা আছে। এক কথায়, আপনি যেটাকে পছন্দ করেন, ইয়াংচৌ-এ আপনার সে প্রিয় বাগান খুঁজে বের করতে পারবেন। শৌ সি হ্রদে আমার মনে হয় আপনি নিজের ভালো লাগা জিনিস খুঁজে বের করতে পারবেন।

    শৌ সি হ্রদ ছাড়া ইয়াংচৌ-এ সুদীর্ঘ ইতিহাসের প্রাচীন মন্দির তা মিং মন্দির, 'নাগরিক পাহাড় বন' হো ইয়ান, সম্রাট সুই ইয়াং তি, খাং সি ও ছিয়ান লোংয়ের থেকে যাওয়া রাজপ্রাসাদ ও ধ্বংসাবশেষ ইত্যাদি। এখানে সুন্দর দৃশ্য অসংখ্য।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China