v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের কুয়াং সি প্রদেশের সংখ্যালঘু জাতির সংস্কৃতিক রক্ষা কর্মকান্ডে পুরোপুরিভাবে সারা জাতির সংহতি প্রতিফলিত হয়েছে
2009-09-23 16:49:23

তবে চীনের কমিউনিস্ট পার্টির ছুং জুও শহরের স্থায়ী উপ-মেয়র চিয়াং লিয়ান শেং মনে করেন, সংখ্যালঘুজাতির সংস্কৃতি রক্ষা কর্মকান্ড হচ্ছে জাতির সংহতি ও জাতীয় সুষমতা ত্বরান্বিত করার চাবিকাঠি। চীনের সংখ্যালঘুজাতিকে সংস্কৃতির পুরোপুরি রক্ষা করা হচ্ছে জাতীয় সংহতির সবচে' উপযুক্ত প্রমাণ। এ সম্পর্কে তিনি বলেন:

" কারণ সংখ্যালঘু জাতির সংস্কৃতি হচ্ছে সংখ্যালঘু জাতির অধিবাসীদের উত্পাদন ও নিত্য দিনের কাজ থেকে পাওয়া মূল্যবান ধনসম্পদ । জাতির সংহতি চাইলে অন্যান্য জাতি যে কোন একটি সংখ্যালঘু জাতির সংস্কৃতিকে সম্মান প্রদর্শন করা উচিত। তবে তাদের সংস্কৃতিকে সম্মান করতে চাইলে একে রক্ষা এবং এর উত্তরাধীকারের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। সুতরাং, সংখ্যালঘু জাতির সংস্কৃতি রক্ষা কর্মকান্ড হচ্ছে জাতীয় সংহতিকে এগিয়ে নেয়ার একটি অমূল্য আত্মা"।

প্রিয় বন্ধুরা, এখন আপনারা 'চীনকে দেখা সি আর আই'র দেশি-বিদেশী সংবাদদাতার সীমান্ত অভিযানে সফরকারী দল সংক্রান্ত চীনের হেই লুং চিয়াং প্রদেশের হেই হে সম্পর্কিত একটি প্রতিবেদন শুনবেন।

বন্ধুরা, হেই হে চীনের হেই লুং চিয়াং প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। যা রাশিয়ার সঙ্গে সীমান্ত সংলগ্ন । এ অঞ্চল আপনাদেরকে আকর্ষণ করবে ? আচ্ছা , হেই হে'র আকর্ষণশক্তি শুধুমাত্র তার ভূ-ভাগীয় অবস্থানের সঙ্গে সম্পর্কিত নয়, এখনে আরও উত্তম প্রাকৃতিক পরিবেশ এবং স্ববৈশিষ্ট্যসম্পন্ন মানবিক ইতিহাস ও রীতি-নীতিও রয়েছে।

হেই হে'র আরেকটি আকর্ষণের দিক হচ্ছে হেই লুং চিয়াংয়ে ঘুরে বেড়ানো । হেই লুং চিয়াংয়ের হেই লুং নদী হচ্ছে চীন ও রাশিয়ার একটি সীমান্ত নদী। এর দু'তীরে চীনের হেই হোং শহর রাশিয়ার দূর প্রাচ্যের তৃতীয় বৃহত্তম শহর –লা কে ওয়েই শেন সি কে'র সঙ্গে সংলগ্ন। হেই হেং শহরে অনেক বেশি রাশিয়ার স্থাপত্য রয়েছে। প্রতিবছর ১০ লাখেরও বেশি পর্যটক হেই হোংয়ের স্থলবন্দরে চলে আসেন। হেই হোং শহরের পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক ওয়াং চু ছিং বলেন, এবার আন্তর্জাতিক আর্থিক সংকটের নেতিবাচক প্রভাব কমিয়ে আনা এবং দেশি-বিদেশী আরও বেশি পর্যটক এখানে আকর্ষণের লক্ষ্যে হেই হোংয়ের অনেক হোটেল এবং রেস্তোরাঁসহ বিভিন্ন পর্যটন সেবা সংক্রান্ত স্থাপনা অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। তবে এতে সেবার মানদন্ড একটুও কমে যাবে না।

হেই হোংয়ে হান জাতি ছাড়া আরও মান, মেং, তা ওয়োর, এ লুন ছুন এবং এ লুও সিসহ ৩৯টি সংখ্যালঘুজাতি রয়েছে। সুতরাং, সময় পেলে আপনারা নিশ্চিয় এখানে চলে আসবেন ভালো লাবে।--ওয়াং হাইমান


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China