v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ছিংহাই-তিব্বত রেলপথ ও নামটসো হ্রদ
2009-09-21 16:04:40

 

বিভান্ন স্থান থেকে আসা অসংখ্য পর্যটক এ হ্রদে ভ্রমণ করতে আসেন । অনেক স্থানীয় তিব্বতীরা এখানে নানা ধরণের ছোট ব্যবসা করছে । আরেকটি ব্যাপার আমার দৃষ্টি আকষণ করেছে । তা হচ্ছে , ঐতিহ্যবাহী পোশাকে পরিহিত তিব্বতীরা রংবেরংয়ের সজ্জায় সজিত চমরী গাই টেনে টেনে ফটো তোলার জন্যে আমন্ত্রণ করছে ।

নামটসো হ্রদ থেকে ফিরার পথে আমরা ধুমধামের একটি বাজার দেখতে পেলাম । সুন্দর পোশাকে পরিহিত তিব্বতী মেয়েরা আশেপাশের তাঁবু থেকে বেরিয়ে এ বাজারে কোনো না কোনো পণ্য বিক্রি করতে আসেন ।

তাদেরে মনোরম কাপড়-চোপড় সত্যিই দেখার মতো । আমি গভীর আগ্রহের সংগে লক্ষ্য করেছি যে , তাদের তাঁবুগুলোর বাইরে সৌর শক্তি চালিত বিদ্যুত ব্যবস্থা রয়েছে । এমন একটি উদ্যানের মত জগতে এ অতি আধুনিক ব্যবস্থা বড় বড় শহর থেকে আসা আমাদেরকে বিমোহিত করেছে ।

দামসুং জেলায় দুপুরের খাবার খাওয়ার সময় আমরা আশেপাশের ছেলেমেয়েদের স্কুলে পাঠানো ও স্কুল থেকে নিয়ে আসার একটি স্কুল বাস দেখতে পেলাম । আমাদের চোখে নীল পোশাক পড়া এসব ছাত্রছাত্রী এবং শহরের ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ব্যবধান নেই । তবে আমার মনে হয় , এ বিশাল তৃণভূমি থেকে তাদের শিশুকাল আরো স্বাধীন ও আকর্ষণীয় ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China