v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ছিংহাই-তিব্বত রেলপথ ও নামটসো হ্রদ
2009-09-21 16:04:40

গতকাল রাতে প্রবল তুষারপাত বিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার আশেপাশের পাহাড়-পর্বতকে সাদা রংয়ে আচ্ছন্ন করে তুলেছে । তবে লাসার শহরাঞ্চলে মাত্র বৃষ্টি হয়েছিল । আজ ভোর বেলায় বৃষ্টি অব্যাহত ছিল । আমরা গাড়িতে করে উত্তর দিকে যাচ্ছিলাম । আমাদের চলার সড়ক ছিল ছিংহাই-তিব্বত মালভূমিতে নির্মিত জাতীয় সড়ক ।

এ সড়ক দিয়ে লাসা থেকে ছিং হাই প্রদেশের গোলমুদ ও প্রাদেশিক রাজধানী সি চিংয়ে যাওয়া যায় । বিশ বাইশ বছর আগে আমি এ সড়ক দিয়ে তিব্বত ভ্রমণ করতে আসি । তখন আমি একটি অতি পুরানো বাসে করে তিব্বতে যাই । সেসময় বাসে অনেক তিব্বতী ও ছিং হাই প্রদেশ থেকে আসা মুসলমান বসেছিলেন । অথচ এখন আমার সামনে বিরাজ করছে একটি আধুনিক পিচঢালা সড়ক ।

একের পর এক পাবলিক বাস , জীপ ও বিভিন্ন ধরনের ট্রাক এ সড়কে যাতায়াত করছে । আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে , মালভূমিতে সড়ক নির্মাণের ক্ষেত্রে এ সড়ক বহু বিস্ময় সৃষ্টি করেছে । সকলে জানেন যে , ২০০৬ সালে চালু করা এ সড়ক লাসা তথা গোটা তিব্বতের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে ।

চীন আন্তর্জাতিক বেতারে কাজ করার সময় আমি ছিংহাই-তিব্বত রেলপথ নির্মাণ সম্পর্কিত অনেক প্রবন্ধ ঠিকঠাক করেছি । তাসত্ত্বেও যখন আমি নিজের চোখে দেখতে পেয়েছি , এ সড়ক ছিংহাই-তিব্বত মালভূমির পাহাড়-পর্বত এবং একের পর এক সুড়ংগের মধ্য দিয়ে বহু দূর পর্যন্ত প্রসারিত হয়েছে , তখন আমি আবেগাপ্লুত না হয়ে পারি না । সড়কে আমি আরো দেখতে পেলাম , রেলপথের দুই পাশে তিব্বতের চমরী গাই ও ছাগলের দল আরামে ঘাস খাচ্ছে এবং সড়কের দুই পাশে স্থানীয় পশুপালকরা সোত্সাহে আসাযাওয়া গাড়িগুলোর যাত্রীদের উদ্দেশ্যে ছানা বিক্রি করার চেষ্টা করছে ।

যখন আমাদের গাড়ি ভূ-তাপ সম্পদে সমৃদ্ধ ইয়াবাজেইনের কাছাকাছি এসে পড়লাম , তখন ট্রাফিক জাম দেখা গেল । সেখান থেকে আমরা দামসুংয়ের উদ্দেশ্যে রওয়ানা হই । প্রথম দিকে সড়কের দু' পাশের পাহাড় সরু হয়ে গেল । কিন্তু কিছুক্ষণ পর আমরা বিশাল বিস্তীণ তৃণভূমি দেখতে পেলাম । তৃণভূমিতে পশুপালকদের থাকার তাঁবুগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে ।

আমরা আরো দেখতে পেলাম , একটু দূরে নীল নামটসো হ্রদ জ্বলজ্বল করছে । আমাদের সবার দৃষ্টি এ হ্রদের দিকে নিবদ্ধ হলো । উঁচু উঁচু তুষারাচ্ছন্ন পাহাড়-পর্বত ঘনিষ্ঠভাবে এ নামটসো হ্রদকে ঘিরে ফেলেছে । তিব্বতী জাতির রূপকথা অনুসারে প্রাচীনকালে প্রেমিক দেবতা ও প্রেমিকা দেবী এ হ্রদে বসবাস করতেন ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China