v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের কুয়াং সি প্রদেশের উত্তর উপসাগরীয় অর্থনৈতিক অঞ্চল নিজের সুবিধায় উন্নয়নের ক্ষেত্র সম্প্রসারণের চেষ্টা করছে
2009-09-18 19:05:20

চীনের কমিউনিস্ট পার্টির কুয়াং সি প্রাদেশিক ছিন চৌ শহরের স্থায়ী কমিটির উপ-মেয়র হুয়াং চৌ বলেন, ছিন চৌ শহরের শুল্ক রক্ষা বিষয়ক বন্দর এলাকার লক্ষ্য হচ্ছে উত্তর উপকূলীয় অর্থনৈতিক অঞ্চলে উন্মুক্তকরণ ও উন্নয়নের একটি প্রধান প্ল্যাটফর্ম, চীন ও আসিয়ানের সহযোগিতা এবং আন্তর্জাতিক উন্মুক্তকরণ ও উন্নয়নের আঞ্চলিক ও আন্তর্জাতিক আনুষঙ্গিক কেন্দ্রে পরিণত হওয়া। এ লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে ছিন চৌ শহরের শুল্ক রক্ষা বন্দর এলাকা তিন দিক থেকেই যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সম্পর্কে হুয়াং চৌ বলেন:

" প্রথমতঃ বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ আহরণের ক্ষেত্র সম্প্রসারণ করা। কারণ কোন ধরণের শিল্পপ্রতিষ্ঠান ছিন চৌ শহরের শুল্ক রক্ষা বন্দর এলাকায় আসবে তা হচ্ছে আমাদের সুষ্ঠু কাজে লাগানোর চাবিকাঠি। দ্বিতীয়তঃ এখানে আসা শিল্পপ্রতিষ্ঠানের বেশ কয়েকটি বিখ্যাত ট্রেডমার্ক থাকা উচিত। তৃতীয়তঃ আমাদের সবচে' সুবিধাজনক নীতি এবং উপযুক্ত সেবার দিকটি অন্যকে জানিয়ে দেয়া জরুরি।"

আসলে উত্তর উপকূলীয় অর্থনৈতিক অঞ্চলসুষ্ঠুভাবে উন্নয়নের পাশাপাশি আসিয়ানের বিভিন্ন দেশের উন্নয়নও ত্বরান্বিত করেছে। তিন বছর আগে চীন ও আসিয়ানের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে " উত্তর উপকূলীয় অর্থনৈতিক ও সহযোগিতামূলক অঞ্চল" -এর ধারণা উপস্থাপিত হয়েছিল। তিন বছরে উত্তর উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে বিভিন্ন পক্ষকে কল্যাণকর উন্নয়নের সুযোগ আনার পাশাপাশি যৌথ স্বার্থ সৃষ্টি করেছে।

গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক আর্থিক সংকট শুরু হওয়ার পর, উত্তর উপকূলীয় অঞ্চলে ভিন্ন মাত্রার ক্ষতি হয়েছে। এবারের আন্তর্জাতিক আর্থিক সংকট যৌথভাবে মোকাবিলার লক্ষ্যে এ বছরের ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত চীনের উত্তর উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক ও সহযোগিতামূলক ফোরাম এবং সংশ্লিষ্ট আঞ্চলিক অর্থনৈতিক ও সহযোগিতামূলক মেয়র ফোরাম পর্যায়ক্রমে চীনের কুয়াং সি প্রদেশের নান নিং ও পেই হাই-এ অনুষ্ঠিত হয়। পেই হাই শহরের উপ-মেয়র ইয়াং চি ইউয়ান অবহিত করেন, উত্তর উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার ব্যাপক সুপ্ত শক্তি রয়েছে । এ সম্পর্কে তিনি বলেন:

" সামুদ্রিক পর্যটন, বন্দর আনুষঙ্গিক , শিক্ষা ও সংস্কৃতি, বৈজ্ঞানিক তথ্য, অবকাঠামো স্থাপনা এবং পরিবেশ রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তর উপকূলীয় অঞ্চলের নিজের স্ববৈশিষ্ট্যসম্পন্ন বিষয় রয়েছে।"

২০১০ সালে চীন ও আসিয়ানের অবাধ বাণিজ্য এলাকা প্রতিষ্ঠিত হবে। উত্তর উপকূলীয় অঞ্চল চীন ও আসিয়ানের আঞ্চলিক সহযোগিতা প্রক্রিয়ায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।----ওয়াং হাইমান


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China